Panchayat Election 2023 LIVE: বাহিনী বন্টনে এগিয়ে মুর্শিদাবাদ, ২৬ কোম্পানি বাহিনী নবাবের জেলায়
Panchayat Election 2023 LIVE: পঞ্চায়েত আবহে বাংলার কোথায় কী খবর, তা দেখুন এক নজরে....
রাজ্যে আধাসেনা পৌঁছলেও, মোতায়েন নিয়ে কাটছে না ধোঁয়াশা। বাহিনীর কো-অর্ডিনেটরদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। ৩১৫ কোম্পানি বাহিনী কোন জেলায় কত মোতায়েন? তা নিয়ে বাহিনীর কোঅর্ডিনেটরদের সঙ্গে কমিশনের কোনও আলোচনা হয়নি বলেই সূত্রের খবর। এদিকে, আবার ভোটের মুখে অশান্ত নদিয়ার কৃষ্ণগঞ্জ। বোমাবাজি ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায়। ভোটের মুখে সন্ত্রাস চালাতেই বোমাবাজি বলে অভিযোগ। ভোটের প্রচারের সময় মালদার কালিয়াচকে লাঠি, রড দিয়ে সিপিআইএম প্রার্থীকে বেধড়ক মার। অভিযোগের তির তৃণমূলের নেতা, কর্মীর দিকে। পঞ্চায়েত আবহে বাংলার কোথায় কী খবর, তা দেখুন এক নজরে….
LIVE NEWS & UPDATES
-
বাম সমর্থককে ‘গুলি’
বাম সমর্থককে লক্ষ্য করে গুলিচালনার অভিযোগ উঠল। সেই গুলি কাঁধে লাগে, তা চোয়াল ফুঁড়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজে।
বিস্তারিত পড়ুন: ‘তৃণমূলকে ভোট দিতে চাপ’, রাজি না হওয়ায় ‘গুলি’ ফুঁড়ে গেল বাম সমর্থকের চোয়াল
-
আক্রান্ত CPIM
তুফানগঞ্জে প্রচারে বেরিয়ে আক্রান্ত সিপিআইএম প্রার্থী। বাঁশ লোহার দিয়ে পেটানোর অভিযোগ।
বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Elections 2023: CPIM প্রার্থীকে বাঁশ-লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
-
-
দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামে শ্বশুর-জামাইয়ের ভোটের লড়াই
জামাই লড়ছে তৃণমূলের টিকিটে। শ্বশুর লড়ছে বিজেপির টিকিটে। একই পাড়ায়। শ্বশুর-জামাইয়ের ভোটের লড়াইয়ে কার মুখে ফুটবে হাসি? অপেক্ষায় গ্রামবাসীরা
-
কোচবিহারের সভা থেকে নাম না করে আক্রমণ করেছিলেন মমতা, এবার জবাব দিলেন নিশীথ
কোচবিহারের সভা থেকে নাম না করে নিশীথ প্রামাণিককে একহাত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় সাংবাদিক বৈঠক ডেকে সব আক্রমণের পাল্টা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিস্তারিত পড়ুন: ‘বড় বড় কথা বলে গিয়েছেন’, মমতার সব আক্রমণের জবাব দিলেন নিশীথ
-
সিপিএম কর্মীর উপর হামলার অভিযোগ গড়বেতায়
গড়বেতায় সিপিএম কর্মীর উপর হামলার অভিযোগ। গুরুতর আহত ওই সিপিএম কর্মী ভর্তি হাসপাতালে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
-
-
৩১৫ কোম্পানি বাহিনীর কোথায় কত
মুর্শিদাবাদ ২৬ কোম্পানি
বাঁকুড়া ২৪
উত্তর ২৪ পরগনা ২২
পূর্ব বর্ধমান ২০
পুরুলিয়া ২০
পশ্চিম মেদিনীপুর ১৯
বীরভূম ১৯
নদিয়া ১৮
দক্ষিণ ২৪পরগনা ১৮
পূর্ব মেদিনীপুর ১৮
মালদা ১৭
কোচবিহার ১৪
হুগলি ১২
হাওড়া ১০
জলপাইগুড়ি ১০
ঝাড়গ্রাম ১০
উত্তর দিনাজপুর ৯
পশ্চিম বর্ধমান ৮
দক্ষিণ দিনাজপুর ৬
আলিপুরদুয়ার ৬
দার্জিলিং ৫
কালিম্পং ৪
-
চার জায়গায় ভোট হচ্ছে না
গ্রামপঞ্চায়েতের চার জায়গায় ভোট হচ্ছে না। এরমধ্যে আছে পূর্ব বর্ধমানের বড়বেলুন-১। এখানে একজন প্রার্থী মারা গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমে ১ জন মারা গিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের আকচাগ্রাম পঞ্চায়েতের পাশাপাশি কালিম্পংয়ের দুংরাতেও ভোট স্থগিত। নিহত প্রার্থীদের নাম গোলাম মোস্তফা মোল্লা, শঙ্কর বৈদ্য, হাবিব মহম্মদ ও বিমল ছেত্রী।
-
ভোট স্থগিত
আচমকাই তৃণমূল প্রার্থীর মৃত্যু। পূর্ব বর্ধমানের কাটোয়ার মঙ্গলকোটের শিমুলিয়া-২ পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে স্থগিত হল ভোট।
সবিস্তারে পড়ুন: দেওয়াল লিখন, ভোট প্রচার রইল পড়ে, মৃত্যুর মুখে ঢলে পড়লেন তৃণমূল প্রার্থী
-
CPM-কংগ্রেসের বিরুদ্ধে হুমকি পোস্টার
পূর্ব বর্ধমানের ভাতারে বাম-কংগ্রেস জোট প্রার্থীর বিরুদ্ধে হুমকি পোস্টার। শুধু তাই নয়, সদ্য কংগ্রেসে যোগদানকারী কর্মীদের বিরুদ্ধেও পড়েছে হুমকি পোস্টার।
বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: ‘ছবি হয়ে যাবি’,বাম-কংগ্রেস জোট প্রার্থীকে হুমকি দিয়ে পোস্টার বর্ধমানে
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নয়
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। একটি মামলার শুনানিপর্বে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার অধিকার কারও নেই।
-
বাহিনী নিয়ে চিঠি
বাহিনী নিয়ে জটিলতা চলছেই। কত বাহিনী দিয়ে যে শেষমেশ পঞ্চায়েত ভোট হবে তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্র থেকে চিঠি আসছে কমিশনে। পাল্টা আবার কমিশনও চিঠি দিচ্ছে কেন্দ্রকে।
সবিস্তারে পড়ুন: কোথায় কোন বাহিনী? কমিশনের কাছে জানতে চায় কেন্দ্র
-
নির্বাচনে দফা বাড়ানোর আর্জি, হাইকোর্টে নওশাদ
নির্বাচনের দফা বাড়ানোর আবেদন নওশাদ সিদ্দিকির। প্রধান বিচারপতির এজলাসে আবেদন করলেন সোমবার। সেই সঙ্গে ভাঙড়ে বিশেষ নিরাপত্তার আবেদনও জানান তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মঙ্গলবার লিখিত আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
-
‘প্রেম করলে মাকে জানাতে হয়’, অধীরকে বললেন দেবাংশু
কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের। পরকীয়ার অভিযোগ তুললেন তিনি।
বিস্তারিত পড়ুন: Debangshu Bhattacharya: ‘প্রেম করলে মাকে জানাতে হয়’, অধীরকে কেন বললেন দেবাংশু
-
ফের খয়রাশোলে বোমা
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবারও বোমা উদ্ধার হল বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার বারাবন জঙ্গলের একটি পরিত্যক্ত পোলট্রি ফার্মে। লোকপুর থানার বারাবন জঙ্গলে পোলট্রি ফার্মে প্রায় ১০টি তাজা বোমা উদ্ধার করল লোকপুর থানার পুলিশ।
-
শতাব্দীর সামনেই রণংদেহি গ্রামের মহিলা
পানীয় জল-সহ একাধিক দাবিতে সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন গাংপুর গ্রামের বাসিন্দারা। শতাব্দী রায়ের সঙ্গে চোখে চোখ রেখে কথা বললেন গ্রামেরই এক মহিলা। জানালেন অভিযোগ। এই ঘটনার জেরে কার্যত মেজাজ হারালেন সংসদ শতাব্দী রায়। সোমবার খয়রাশোল ব্লকের অন্তর্গত গাংপুর গ্রামে এমনই চিত্র ধরা পড়ে TV9 বাংলার ক্যামেরায়।
-
কাঁকসায় বাহিনীর রুটমার্চ
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সোমবার দুপুরে কাঁকসার বামুনারা এলাকায় রাজ্য পুলিশের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রুটমার্চ করে। ভোটারদের কাছ থেকে সমস্যার কথা জানার চেষ্টা করে।
-
বনগাঁয় ব্রাত্য
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মতুয়াদের ঠাকুর বাড়িতে ঢুকতে না দিয়ে ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন শান্তনু ঠাকুর। ভোটের প্রচারে বনগাঁয় এমনই অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর মন্তব্য, মন্দির কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বনগাঁর গোপালনগরের ভান্ডারখোলায় গত বৃহস্পতিবার সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই পাল্টা সভা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ঠাকুরবাড়ি নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। অভিষেকের নাম না করে তাঁর কটাক্ষ, পুজো দেওয়াই যদি উদ্দেশ্য হয়, তা হলে পাঁচ হাজার পুলিশ নিয়ে যাওয়ার কী দরকার ছিল?
-
ISF নেতার বাড়িতে বোমা
দত্তপুকুরে আইএসএফ রাজ্য সম্পাদকের বাড়ির সামনে বোমা। বাবপুর থানের সামনে থেকে বোমা উদ্ধার। কাল রাতে দত্তপুকুর থানার পুলিশ বোমা উদ্ধার করে।
-
দার্জিলিঙে রাজ্যপাল
দার্জিলিং সফরে রাজ্যপাল। সোমের সকালেই হাওড়া থেকে বন্দেভারত এক্সপ্রেসে রওনা। উত্তরবঙ্গের ভোট পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
-
বিজেপি নেতার বাড়িতে বোমা-আগ্নেয়াস্ত্র
ভোটের মুখে সন্ত্রাস সৃষ্টি করতে বোমা, আগ্নেয়াস্ত্র মজুত করছে বিরোধী বিজেপি? পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বেতপুকুর গ্রামে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র। বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার ৬টি সকেট বোমা ও তিনটি পিস্তল। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটে সন্ত্রাস তৈরি করতেই মজুত বোমা, আগ্নেয়াস্ত্র। বিজেপির পাল্টা অভিযোগ, পরিবারিক বিবাদের খবর পেয়ে পুলিশ তাদের নেতার বাড়ি যায়। অস্ত্র আইনে ওই নেতাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। পুলিশ জানায়, হরিলাল দেবনাথ নামে ওই বিজেপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
-
কালিয়াচকে আক্রান্ত সিপিআইএম
ভোটের প্রচারের সময় মালদার কালিয়াচকে লাঠি, রড দিয়ে সিপিআইএম প্রার্থীকে বেধড়ক মার। অভিযোগের তির তৃণমূলের নেতা, কর্মীর দিকে। মনোনয়ন প্রত্যাহার না করায় হামলা বলে সিপিএমের অভিযোগ। সিপিএম নেতৃত্বের আরও অভিযোগ, বার বার মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দেওয়া হচ্ছিল কাঁঠালবাড়ি এলাকার তাদের প্রার্থী কাউসার আলিকে। গুরুতর জখম কাউসার হাসপাতালে চিকিত্সাধীন।
-
পঞ্চায়েত প্রচারে মমতা
পঞ্চায়েত নির্বাচনে প্রচারের ঝড় তুলতে আজ, সোমবার কোচবিহারে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত নির্বাচনে প্রচার।
Published On - Jun 26,2023 11:39 AM