Level Crossing: গাড়ি সিগন্যাল মানে না? গেট পড়লেও পার হচ্ছেন লাইন? কড়া শাস্তির কথা বলছে রেল
Level Crossing: রেল বলছে, এ ধরনের ঘটনা ব্যক্তিগত নিরাপত্তা, সমাজ এবং সামগ্রিক রেল পরিষেবার উপর মারাত্মক প্রভাব ফেলে। কিছু কিছু ক্ষেত্রে তা প্রাণঘাতীও হয়ে দাঁড়ায়। দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষটির পরিবার, কাছের মানুষদের উপরেও।

কলকাতা: কখনও গাড়ি সিগন্যাল মানছে না, কখনও গেট পড়ে থাকলেও তাতে তোয়াক্কা না করে লাইনে ঢুকে যাচ্ছে গাড়ি। এই তো এদিন সকালেও এরকমই এক ঘটনার জেরে দুর্ঘটনার কবলে পড়ে ডাউন ক্যানিং লোকাল। ট্রেনের লাইনে বাইক ফেলে চম্পট যুবকের। চলন্ত ট্রেনের ধাক্কা রেল ট্রাকে ফেলে রাখা বাইকে। সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রাজ্যের নানা প্রান্তে লাগাতার এ ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে রেলের। ফের একবার আম-আদমিকে সতর্ক করতে দেখা গেল শিয়ালদহের ডিআরএম শ্রী দীপক নিগম।
রেল বলছে, এ ধরনের ঘটনা ব্যক্তিগত নিরাপত্তা, সমাজ এবং সামগ্রিক রেল পরিষেবার উপর মারাত্মক প্রভাব ফেলে। কিছু কিছু ক্ষেত্রে তা প্রাণঘাতীও হয়ে দাঁড়ায়। দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষটির পরিবার, কাছের মানুষদের উপরেও। একইসঙ্গে এ ধরনের ঘটনায় প্রচুর ট্রেন দেরিতে চলে, বাতিলের ছবিও দেখা যায়। লক্ষ লক্ষ যাত্রীরা ভোগান্তিরও শিকার হয়। পাশাপাশি রেলের পরিকাঠামোরও ক্ষতি করে, রক্ষণাবেক্ষণের খরচ বাড়িয়ে দেয়।
এদিন সোদপুর ও চম্পাহাটি এলাকায় রেল লাইনে পরপর এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিয়ালদহের ডিআরএম। সাফ বলা হচ্ছে এভাবে রেল লাইনের উপর দিয়ে চলাচল বেআইনি, শাস্তিযোগ্য অপরাধও বটে। যাঁরা এই কাজ করতে থাকবেন তাঁদর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে। নিরাপদে যাতায়াত করতে ফুট ওভারব্রিজ, সাবওয়ের ব্যবহার বাড়ানো এবং লেভেল ক্রসিং মেনে চলার কথাই এদিন ফের একবার বললেন শিয়ালদহের ডিআরএম।





