Motichoor Laddu: বেসন ছাড়াই বানিয়ে ফেলুন মোতিচুরের লাড্ডু, দোকানের চাইতে অনেক ভাল স্বাদ হবে
Indian sweets: বেসন ছাড়া কী ভাবে বানাবেন দেখে নিন রেসিপি। ২৫০ গ্রাম ছোলার ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ডাল ছেঁকে তুলে জল ঝরিয়ে তা বেটে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে ডালের পকোড়ার আকারে ছোট ছোট করে তা ভেজে নিতে হবে
Most Read Stories