বলিউডে তাঁর রূপের ছটায় সকলেই মুগ্ধ। আর তাঁর এই সিক্রেট রূপরহস্যের পর্দা ফাঁস করলেন স্বয়ং নায়িকাই। বাজারে আজকাল প্রচুর প্রসাধনী পাওয়া যায়। কিন্তু রাকুল বরাবর ভরসা করেন ঘরোয়া টোটকাতেই। আর তাই রূপচর্চায় তিনি নিজেই বাড়িতে বানিয়ে নেন নানা ফেসপ্যাকস মাস্ক।
প্রতিদিনের কলার তৈরি এই ফেস মাস্ক ব্যবহার করেন রাকুল। কলা চটকে ওর সঙ্গে মিশিয়ে নেন একচামচ মধু, হাফ চামচ লেবুর রস। এই মিশ্রণটি তিনি মুখে লাগিয়ে রাখেন ১৫ মিনিট। এরপর তা শুকিয়ে গেলে ধুয়ে নেন।
রাকুলের তৈলাক্ত ত্বক। আর তাই বেসন, টকদই, কাঁচা হলুদ আর লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নন তিনি। এই প্যাকও ব্যবহার করেন নিয়মিত ভাবে। তবে এই ফেসপ্যাকের সঙ্গে হাফ চামচ মধু যোগ করলেও কিন্তু ভাল ফল পাবেন।
এছাড়াও রোজকার রূপচর্চার রুটিন ক্লিনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং মেনে চলেন তিনি। কোনওদিন ছেদ পড়ে না এই রুটিনে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই পুরো পদ্ধতি সম্পন্ন করেন তিনি।
চুলের জন্যও তিনি বাড়িতে বানিয়ে নেন এই মাস্ক। পাকা কলা, ডিম আর মধু একসঙ্গে ভাল করে মিশিয়ে নেন। এবার তাই তিনি ব্যবহার করেন হেয়ার মাস্ক হিসেবে। সপ্তাহে একদিন এই মাস্ক ব্যবহার করতে পারলে চুল থাকবে নরম।