Colourful Destinations: জেনে নিন পৃথিবীর সবচেয়ে রঙিন পর্যটনকেন্দ্রগুলোর হদিশ..
অতিমারির চিন্তা কাটিয়ে সুন্দর সময় কাটাতে এই রঙিন পর্যটনকেন্দ্রগুলোতে ঢুঁ মেরে আসুন চট করে।
‘রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে..’ রং পর্যটনেই বা লাগবে না কেন? আপনি বেড়াতে যান কেন? কাজের চাপ, জীবনের একঘেয়েমি, সব কিছু কাটিয়ে একটুখানি ফুরফুরে মেজাজে সময় কাটাতে। কোথাও গিয়ে একটু অন্যরকম দেখতে চান চারিদিক তাকিয়ে। সেক্ষেত্রে চারিদিকে রং দেখলে আপনার মন ভালো হতে বাধ্য। অতিমারির চিন্তা কাটিয়ে সুন্দর সময় কাটাতে এই রঙিন পর্যটনকেন্দ্রগুলোতে ঢুঁ মেরে আসুন চট করে..
১) কোপেনহেগেন, ডেনমার্ক: নিভান ক্যানেলের পাশে উজ্জ্বল রঙের বাড়িগুলো কোপেনহেগেনের বিশেষ আকর্ষণ। এই বাড়িগুলো সতেরো-আঠারো শতকের তৈরি। তবে পর্যটকদের এখনও মূলত নজর কাড়বে এই রঙিন অঞ্চলটিই।
২) রেনবো পাহাড়, পেরু: এক ঝলকে এই পাহাড় দেখলে আপনি বলবেন এটি মনুষ্যসৃষ্ট পাহাড়। একটা সঠিক সমান্তরালে রংবেরঙের পাহাড় দেখে আপনার বোঝার জো নেই, যে এটি প্রাকৃতিক উপায়ে সাজানো। কিন্তু শুধুমাত্র এই পাহাড়ের খনিজের সঠিক বিন্যাসে সমান্তরাল ভাবে বিভিন্ন রঙ দেখা যায়।
৩) জয়পুর, ভারত: ভারতের সবচেয়ে রঙিন শহর হল জয়পুর। এই শহরকে ‘গোলাপি শহর’ বলা হয়। ঐতিহাসিক সব হাভেলি এবং গলি ভর্তি রঙিন বাড়িতে রং বেরঙের কাঁচ ও পাথর দিয়ে কাজ করা। তিনকোনা কাঁচ দিয়ে সাজানো গোটা শহরটার রং আকর্ষণ করে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের।
৪) নুক, গ্রিনল্যান্ড: সতেরো শতকের আগে সাগরের তীরে রং বেরঙের কাঠের বাড়ি তৈরি হয়েছিল গ্রিনল্যান্ডে। যা এখনও ঠিক একই রকম ভাবে যত্ন করে এই দেশ। এখানে হসপিটাল হয় হলুদ রঙের, ব্যবসার জন্য ব্যবহৃত বাড়ি লাল রঙের ইত্যাদি।
৫) কলমার, ফ্রান্স: এই সুন্দর শহর বিখ্যাত শুধু রংবেরঙের বাড়ির জন্য। এছাড়াও শহরের মধ্যে দিয়ে চলে যাওয়া নালা, সাজানো রাস্তা এবং রঙবেরঙের ফুলগাছ লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে প্রতিবছর।
৬) পেনা প্যালেস, পর্তুগাল: যদিও এই অট্টালিকা প্যালেস বলে পরিচিত, একে রাজবাড়ী বলা যায়। এই রঙিন রাজবাড়ী নিশ্চিত ভাবে আপনার নজর কাড়বে।
৭) ফাইভ ফ্লাওয়ার লেক, চিন: ইউনিসকো চিনের জিউজ্যাক ভ্যালিকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা উপহার দিয়েছে। এটি ফাইভ ফ্লাওয়ার লেকের জন্য পরিচিত, যা শীতকালেও শুকিয়ে যায় না।
৮) শেফচাউন, মরোক্কো: রিফ পাহাড়ের কোলে এই শহর গড়ে উঠেছে। এই শহরের প্রতিটি বাড়ি নীল রঙের। রাস্তা, সিঁড়ি, পাঁচিল, কিছু বাদ যায় না, তাই এই শহরকে ‘নীল শহর’ বলে।
আরও পড়ুন: Kerala Tourism: চা বাগানের মধ্যে ট্রেক করতে চান? তাহলে দেখে নিন এক নজরে..