East Bengal: ‘হৃদয় জুড়ে শুধুই ইস্টবেঙ্গল’, স্বপ্নের আশিয়ানা সেজেছে লাল-হলুদে
ডানকুনির কালীপুরের পূর্বাশা এলাকায় দোতলা বাড়িটা দেখে পথচলতি মানুষদের চোখ আটকে যাচ্ছে। আর সেটাই স্বাভাবিক। পুরো বাড়ি জুড়ে লাল-হলুদ রং। ভেতরটাও তাই। জানলা-দরজা, জলের ট্যাংক, এমনকি বাড়ির পর্দাও লাল-হলুদ। বাড়ির দেওয়ালে শোভা পাচ্ছে ইস্টবেঙ্গলের লোগো। আর বাড়ির বাইরে সামনে লেখা--- ‘হৃদয় জুড়ে শুধুই ইস্টবেঙ্গল’। বাইচুং ভুটিয়া, ইলিশ মাছ, গর্বের আশিয়ান কাপ সবকিছুর ছাপও রয়েছে বাড়ির সাজসজ্জায়। মশালব্রিগেডের প্রতি ভালোবাসা থেকেই তপন ভৌমিক ও তার ছেলে তন্ময় ভৌমিক লাল-হলুদে বাড়ি রাঙিয়ে ফেলেছেন।

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
