FIFA World Cup 2022: মরক্কোকে হারিয়ে লুকা মদ্রিচরা মাতলেন সেলিব্রেশনে, ঝলক দেখুন ছবিতে

কাতারেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন লুকা মদ্রিচ। আর্জেন্টিনার কাছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় ক্রোটদের। কিন্তু তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ছিলেন লুকারা। মরক্কোর বিরুদ্ধে খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই করে এ বারের বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ক্রোয়েশিয়া।

| Edited By: | Updated on: Dec 18, 2022 | 11:37 AM
বিশ্বকাপের তৃতীয় স্থানের ম্যাচ বলে কোনও তাগিদের অভাব ছিল না ক্রোয়েশিয়া ও মরক্কো দুটো দলের মধ্যে। লুকা মদ্রিচ খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তাঁর কেরিয়ারে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেললেন। আর মরক্কোকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করল ক্রোটরা।

বিশ্বকাপের তৃতীয় স্থানের ম্যাচ বলে কোনও তাগিদের অভাব ছিল না ক্রোয়েশিয়া ও মরক্কো দুটো দলের মধ্যে। লুকা মদ্রিচ খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তাঁর কেরিয়ারে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেললেন। আর মরক্কোকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করল ক্রোটরা।

1 / 6
গত বারের রানার্স ক্রোয়েশিয়া এ বারের বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে। ম্যাচের ৭ মিনিটের মাথায় গুয়ার্দিওলের গোলে এগিয়ে যায় ক্রোটরা। যদিও ৯ মিনিটের মাথায় মরক্কোর হয়ে গোল শোধ করেন দারি। এর পর ৪২ মিনিটের মাথায় অরসিচ এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। শেষ অবধি ২-১ ব্যবধানে জিতে তৃতীয় স্থান দখল করলেন মদ্রিচরা।

গত বারের রানার্স ক্রোয়েশিয়া এ বারের বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে। ম্যাচের ৭ মিনিটের মাথায় গুয়ার্দিওলের গোলে এগিয়ে যায় ক্রোটরা। যদিও ৯ মিনিটের মাথায় মরক্কোর হয়ে গোল শোধ করেন দারি। এর পর ৪২ মিনিটের মাথায় অরসিচ এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। শেষ অবধি ২-১ ব্যবধানে জিতে তৃতীয় স্থান দখল করলেন মদ্রিচরা।

2 / 6
প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। সেই মরক্কোকে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে হারিয়ে এই পদকই উঠেছে লুকা মদ্রিচদের গলায়।

প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। সেই মরক্কোকে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে হারিয়ে এই পদকই উঠেছে লুকা মদ্রিচদের গলায়।

3 / 6
কেরিয়ারের শেষ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করার খুশিটা লুকার চোখেমুখে স্পষ্ট ছিল। ম্যাচের শেষে তিন সন্তানকে নিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচকে।

কেরিয়ারের শেষ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করার খুশিটা লুকার চোখেমুখে স্পষ্ট ছিল। ম্যাচের শেষে তিন সন্তানকে নিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচকে।

4 / 6
মরক্কো শেষ অবধি লড়াই চালিয়ে গেলেও ক্রোটদের হারাতে ব্যর্থ হয়। যার ফলে, এই নিয়ে দ্বিতীয় বার তৃতীয় স্থান অর্জন করল ক্রোয়েশিয়া। সতীর্থদের সঙ্গেও ম্যাচের শেষে সেলিব্রেশনে মেতে ওঠেন লুকা।

মরক্কো শেষ অবধি লড়াই চালিয়ে গেলেও ক্রোটদের হারাতে ব্যর্থ হয়। যার ফলে, এই নিয়ে দ্বিতীয় বার তৃতীয় স্থান অর্জন করল ক্রোয়েশিয়া। সতীর্থদের সঙ্গেও ম্যাচের শেষে সেলিব্রেশনে মেতে ওঠেন লুকা।

5 / 6
১৯৯৮ সালে ক্রোয়েশিয়া প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমেছিল। সে বারই দাভর সুকেররা তৃতীয় স্থান অর্জন করেছিল। এরপর গত বারের বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন লুকারা। আর এ বার মরক্কোকে হারিয়ে ফের তৃতীয় স্থান অর্জন করলেন মদ্রিচরা।

১৯৯৮ সালে ক্রোয়েশিয়া প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমেছিল। সে বারই দাভর সুকেররা তৃতীয় স্থান অর্জন করেছিল। এরপর গত বারের বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন লুকারা। আর এ বার মরক্কোকে হারিয়ে ফের তৃতীয় স্থান অর্জন করলেন মদ্রিচরা।

6 / 6
Follow Us: