Euro 2020: পেনাল্টি থেকে এমিলের গোলে জয় সুইডেনের

ইউরো কাপে (Euro Cup) গ্রুপ ই-র (Group E) ম্যাচে স্লোভাকিয়াকে (Slovakia) ১-০ গোলে হারাল সুইডেন (Sweden)। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন সুইডিশ কোচ জেন অ্যান্ডারসন। প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন এমিল ফর্সবার্গ, মার্কাস বের্গরা। প্রথমার্ধে স্তেফান তারকোভিচের ছেলেরা সেভাবে আক্রমণ করতে না পারলেও, দ্বিতীয়ার্ধে গোলের যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু ম্যাচ শেষে হাসি ফোটে সুইডিশ ফুটবলারদের মুখে।

| Updated on: Jun 18, 2021 | 10:04 PM
প্রথমার্ধে সুইডিশ ফুটবলারদের দাপট ছিল বেশি। দ্বিতীয়ার্ধে স্লোভাকিয়ার ফুটবলাররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। (সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

প্রথমার্ধে সুইডিশ ফুটবলারদের দাপট ছিল বেশি। দ্বিতীয়ার্ধে স্লোভাকিয়ার ফুটবলাররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। (সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

1 / 5
পেনাল্টি থেকে ৭৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সুইডিশ ফুটবলার এমিল ফর্সবার্গ।(সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

পেনাল্টি থেকে ৭৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সুইডিশ ফুটবলার এমিল ফর্সবার্গ।(সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

2 / 5
ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে পোলান্ডকে হারিয়েছিল স্লোভাকিয়া। কিন্তু আজকের ম্যাচে সুইডেনকে মাত দিতে পারল না স্তেফান তারকোভিচের ছেলেরা।(সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে পোলান্ডকে হারিয়েছিল স্লোভাকিয়া। কিন্তু আজকের ম্যাচে সুইডেনকে মাত দিতে পারল না স্তেফান তারকোভিচের ছেলেরা।(সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

3 / 5
এই ম্যাচে জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইউরো কাপের ই গ্রুপের শীর্ষে রয়েছে সুইডেন। (সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

এই ম্যাচে জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইউরো কাপের ই গ্রুপের শীর্ষে রয়েছে সুইডেন। (সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

4 / 5
সুইডেনের কাছে এই ম্যাচে ১-০ গোলে হারার পর, ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল স্লোভাকিয়া। (সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

সুইডেনের কাছে এই ম্যাচে ১-০ গোলে হারার পর, ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল স্লোভাকিয়া। (সৌজন্যে-ইউরো ২০২০ টুইটার)

5 / 5
Follow Us: