Euro 2020: পেনাল্টি থেকে এমিলের গোলে জয় সুইডেনের
ইউরো কাপে (Euro Cup) গ্রুপ ই-র (Group E) ম্যাচে স্লোভাকিয়াকে (Slovakia) ১-০ গোলে হারাল সুইডেন (Sweden)। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন সুইডিশ কোচ জেন অ্যান্ডারসন। প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন এমিল ফর্সবার্গ, মার্কাস বের্গরা। প্রথমার্ধে স্তেফান তারকোভিচের ছেলেরা সেভাবে আক্রমণ করতে না পারলেও, দ্বিতীয়ার্ধে গোলের যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু ম্যাচ শেষে হাসি ফোটে সুইডিশ ফুটবলারদের মুখে।
Most Read Stories