India vs New Zealand: মাউন্ট মঙ্গানুইয়ে হার্দিকদের গ্র্যান্ড ওয়েলকাম মাওরি উপজাতির

ওয়েলিংটনে ১৮ নভেম্বর ছিল ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির কারণে সেই ম্যাচে একটিও বল মাঠে গড়ায়নি। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে। সেখানে মাওরি উপজাতিদের পক্ষ রীতিমতো গ্র্যান্ড ওয়েলকাম পেলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া-সহ গোটা ভারতীয় দল।

| Edited By: | Updated on: Nov 19, 2022 | 3:14 PM
ওয়েলিংটনে ১৮ নভেম্বর ছিল ভারত-নিউজিল্যান্ডের (IND vs NZ) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির কারণে সেই ম্যাচে একটিও বল মাঠে গড়ায়নি। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে। সেখানে মাওরি উপজাতিদের পক্ষ রীতিমতো গ্র্যান্ড ওয়েলকাম পেলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া-সহ গোটা ভারতীয় দল। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

ওয়েলিংটনে ১৮ নভেম্বর ছিল ভারত-নিউজিল্যান্ডের (IND vs NZ) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির কারণে সেই ম্যাচে একটিও বল মাঠে গড়ায়নি। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে। সেখানে মাওরি উপজাতিদের পক্ষ রীতিমতো গ্র্যান্ড ওয়েলকাম পেলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া-সহ গোটা ভারতীয় দল। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

1 / 5
আগামীকাল ২০ নভেম্বর, রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি২০। তার আগে ঐতিহ্যবাহী মাওরি পাওহিরি অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় দলকে মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগত জানানো হয়েছে। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

আগামীকাল ২০ নভেম্বর, রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি২০। তার আগে ঐতিহ্যবাহী মাওরি পাওহিরি অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় দলকে মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগত জানানো হয়েছে। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

2 / 5
একটি মাওরি স্বাগত অনুষ্ঠানের মধ্যে সাধারণত বক্তৃতা, নাচ, গান এবং শেষে হোঙ্গি অন্তর্ভুক্ত থাকে। মাওরি উপজাতি এভাবেই অতিথিদের স্বাগত জানায়। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

একটি মাওরি স্বাগত অনুষ্ঠানের মধ্যে সাধারণত বক্তৃতা, নাচ, গান এবং শেষে হোঙ্গি অন্তর্ভুক্ত থাকে। মাওরি উপজাতি এভাবেই অতিথিদের স্বাগত জানায়। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

3 / 5
মাওরিদের এই গ্র্যান্ড ওয়েলকাম সেশন রীতিমতো উপভোগ করেছেন হার্দিক পান্ডিয়া-ঈশান কিষাণরা। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

মাওরিদের এই গ্র্যান্ড ওয়েলকাম সেশন রীতিমতো উপভোগ করেছেন হার্দিক পান্ডিয়া-ঈশান কিষাণরা। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

4 / 5
নিউজিল্যান্ডের আদি উপজাতি মাওরি। মেন ইন ব্লুকে বে ওভালে স্বাগত জানানোর পর, তাঁদের সঙ্গে কথা বার্তাও বলেছেন মাওরি উপজাতির মানুষরা। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

নিউজিল্যান্ডের আদি উপজাতি মাওরি। মেন ইন ব্লুকে বে ওভালে স্বাগত জানানোর পর, তাঁদের সঙ্গে কথা বার্তাও বলেছেন মাওরি উপজাতির মানুষরা। (ছবি-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড)

5 / 5
Follow Us: