Breakfast Benefits: ব্রেকফাস্টে শুধু চা? শরীরে বাসা বাঁধতে পারে এই রোগগুলি
Breakfast diet: রাতের পর সকালের প্রথম খাবার হল ব্রেকফাস্ট। এটা কেবল শরীর নয়, মস্তিষ্কেরও জ্বালানি হিসাবে কাজ করে। ঠিকমতো ব্রেকফাস্ট না হলে ঝিমুনি ভাব আসবে এবং মস্তিষ্কের কাজকর্মও বাধা পাবে। অনেকেই ব্রেকফাস্ট ঠিকমতো করেন না। কেবল চা, কফি খান। দীর্ঘদিন ধরে এরকম রুটিন হলে অ্যাসিডিটির সমস্যা হবে।
Most Read Stories