Hugh Jackman: হলিউড অভিনেতার স্কিন ক্যানসার, কেন সানস্ক্রিন মাখার পরামর্শ দিলেন X-Men তারকা?

Skin Cancer: হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান আক্রান্ত হয়েছেন ত্বকের ক্যানসারে। নাকে বাঁধা ব্যান্ডেজ। সেই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা।

| Edited By: | Updated on: Apr 06, 2023 | 5:37 PM
হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান আক্রান্ত হয়েছেন ত্বকের ক্যানসারে। নাকে বাঁধা ব্যান্ডেজ। সেই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা। এখন আপনার মনে হতে পারে, জ্যাকম্যানের ক্যানসারের সঙ্গে সানস্ক্রিন ব্যবহারের যোগসূত্র কোথায়। চলুন জানা যাক...

হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান আক্রান্ত হয়েছেন ত্বকের ক্যানসারে। নাকে বাঁধা ব্যান্ডেজ। সেই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা। এখন আপনার মনে হতে পারে, জ্যাকম্যানের ক্যানসারের সঙ্গে সানস্ক্রিন ব্যবহারের যোগসূত্র কোথায়। চলুন জানা যাক...

1 / 8
‘উলভেরিন’ আক্রান্ত ব্যাসেল সেল কার্সিনোমাস নামের স্কিন ক্যানসারে। এই ক্যানসার মূলত মুখ, ঘাড় ও হাতের চামড়ার মাধ্যমে বৃদ্ধি পায়। ত্বক সূর্য রশ্মির সংস্পর্শে এলে, বিশেষত সূর্যের রশ্মিতে বেশিক্ষণ থাকলে এই ক্যানসারের কোষ বৃদ্ধি পায়।

‘উলভেরিন’ আক্রান্ত ব্যাসেল সেল কার্সিনোমাস নামের স্কিন ক্যানসারে। এই ক্যানসার মূলত মুখ, ঘাড় ও হাতের চামড়ার মাধ্যমে বৃদ্ধি পায়। ত্বক সূর্য রশ্মির সংস্পর্শে এলে, বিশেষত সূর্যের রশ্মিতে বেশিক্ষণ থাকলে এই ক্যানসারের কোষ বৃদ্ধি পায়।

2 / 8
ব্যাসেল সেল কার্সিনোমাসে আক্রান্ত হলে ত্বকের উপর ছোট ছোট উন্মুক্ত ঘা দেখা দেয়। এগুলো সহজে নিরাময় হয় না। এটা এক ধরনের ধীরগতির ক্রমবর্ধমান টিউমার। অনেক সময় এগুলো থেকে রক্ত বেরোয় আবার অনেক ক্ষেত্রে রক্তপাত হয় না। অনেক সময় এই ঘা বেদনাদায়কও হয়।

ব্যাসেল সেল কার্সিনোমাসে আক্রান্ত হলে ত্বকের উপর ছোট ছোট উন্মুক্ত ঘা দেখা দেয়। এগুলো সহজে নিরাময় হয় না। এটা এক ধরনের ধীরগতির ক্রমবর্ধমান টিউমার। অনেক সময় এগুলো থেকে রক্ত বেরোয় আবার অনেক ক্ষেত্রে রক্তপাত হয় না। অনেক সময় এই ঘা বেদনাদায়কও হয়।

3 / 8
বার্ধক্য, ফর্সা ত্বক এবং জিনগত কারণে ব্যাসেল সেল কার্সিনোমাস হতে পারে। তবে, এই রোগে আক্রান্ত হওয়ার প্রধান ও অন্যতম কারণ হয় সূর্য রশ্মি। অনেকক্ষণ সূর্যের রশ্মিতে থাকার ফলেই এই ক্যানসার হয়। এই ক্যানসারের জন্য ৯০% সূর্য রশ্মি দায়ী।

বার্ধক্য, ফর্সা ত্বক এবং জিনগত কারণে ব্যাসেল সেল কার্সিনোমাস হতে পারে। তবে, এই রোগে আক্রান্ত হওয়ার প্রধান ও অন্যতম কারণ হয় সূর্য রশ্মি। অনেকক্ষণ সূর্যের রশ্মিতে থাকার ফলেই এই ক্যানসার হয়। এই ক্যানসারের জন্য ৯০% সূর্য রশ্মি দায়ী।

4 / 8
২০১৩ সালে হিউ জ্যাকম্যানের প্রথম এই ক্যানসার ধরা পড়ে। তারপর থেকে ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর ছ'বার অস্ত্রোপচার ও লেজ়ার ট্রিটমেন্ট হয়। তাই তিনি সুস্থ থাকার জন্য সানস্ক্রিন ব্যবহারের উপর জোর দিয়েছেন।

২০১৩ সালে হিউ জ্যাকম্যানের প্রথম এই ক্যানসার ধরা পড়ে। তারপর থেকে ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর ছ'বার অস্ত্রোপচার ও লেজ়ার ট্রিটমেন্ট হয়। তাই তিনি সুস্থ থাকার জন্য সানস্ক্রিন ব্যবহারের উপর জোর দিয়েছেন।

5 / 8
কিন্তু দিনের শুরুতে বা রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখলেই চলবে না। প্রতি দু'ঘণ্টা অন্তর অন্তর সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। তার সঙ্গে ফুলহাতা জামা-প্যান্ট পরুন। রোদে হাত, পা, গলা ঢাকা দিয়ে রাখা দরকার।

কিন্তু দিনের শুরুতে বা রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখলেই চলবে না। প্রতি দু'ঘণ্টা অন্তর অন্তর সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। তার সঙ্গে ফুলহাতা জামা-প্যান্ট পরুন। রোদে হাত, পা, গলা ঢাকা দিয়ে রাখা দরকার।

6 / 8
বহু মানুষের মধ্যেই সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস নেই। সানস্ক্রিন না ব্যবহার করার ফলেই আজ জ্যাকম্যান আক্রান্ত হয়েছেন ত্বকের ক্যানসারে। প্রায় ১০ বছর ধরে তিনি এই রোগের সঙ্গে লড়াই করছেন।

বহু মানুষের মধ্যেই সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস নেই। সানস্ক্রিন না ব্যবহার করার ফলেই আজ জ্যাকম্যান আক্রান্ত হয়েছেন ত্বকের ক্যানসারে। প্রায় ১০ বছর ধরে তিনি এই রোগের সঙ্গে লড়াই করছেন।

7 / 8
সানস্ক্রিন ব্যবহার না করার ফলে শুধু যে ত্বকের ক্যানসার হয়, তা নয়। সানস্ক্রিন না মাখলে সহজেই ত্বক বুড়িয়ে যেতে শুরু করে, সানবার্ন দেখা দেয়, ত্বকের উপর দাগছোপের সমস্যা বাড়তে থাকে। তাই ভুলেও সানস্ক্রিন এড়িয়ে যাবেন না।

সানস্ক্রিন ব্যবহার না করার ফলে শুধু যে ত্বকের ক্যানসার হয়, তা নয়। সানস্ক্রিন না মাখলে সহজেই ত্বক বুড়িয়ে যেতে শুরু করে, সানবার্ন দেখা দেয়, ত্বকের উপর দাগছোপের সমস্যা বাড়তে থাকে। তাই ভুলেও সানস্ক্রিন এড়িয়ে যাবেন না।

8 / 8
Follow Us: