Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High-risk pregnancy: প্রেগন্যান্সিতে এই সব লক্ষণ কোনও ভাবেই উপেক্ষা নয়, হতে পারে গর্ভপাতের ইঙ্গিত

Ectopic pregnancy: জরায়ুর বাইরে গর্ভধারণ হলে তাকে বলা হয় এক্টোপিক প্রেগন্যান্সি। আজকাল এই ঘটনা আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। এই প্রেগন্যান্সিতে মায়ের প্রাণহানির সম্ভাবনা থাকে

| Edited By: | Updated on: Jun 17, 2022 | 4:02 PM
হাই-রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স এবং শারীরিকত জটিলতার কারণেই বাড়ে মাতৃত্বকালীন ঝুঁকি। যাদের ক্ষেত্রে ডায়াবেটিস , উচ্চরক্তচাপ, হার্টের কোনও সমস্যা, জন্মগত ত্রুটি কিংবা ওভারিয়ান সিস্টের কোনও ইতিহাস থাকে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এছাড়াও যাঁরা নিয়মিত ভাবে মদ্যপান করেন, ধূমপান করেন তাঁদের জন্য প্রেগন্যান্সিতে জটিলতা আসতে বাধ্য। প্রেগন্যান্ট থাকাকালীন যদি এই কয়েকটি লক্ষণ দেখেন তা হলে প্রথমেই সাবধান হতে হবে।

হাই-রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স এবং শারীরিকত জটিলতার কারণেই বাড়ে মাতৃত্বকালীন ঝুঁকি। যাদের ক্ষেত্রে ডায়াবেটিস , উচ্চরক্তচাপ, হার্টের কোনও সমস্যা, জন্মগত ত্রুটি কিংবা ওভারিয়ান সিস্টের কোনও ইতিহাস থাকে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এছাড়াও যাঁরা নিয়মিত ভাবে মদ্যপান করেন, ধূমপান করেন তাঁদের জন্য প্রেগন্যান্সিতে জটিলতা আসতে বাধ্য। প্রেগন্যান্ট থাকাকালীন যদি এই কয়েকটি লক্ষণ দেখেন তা হলে প্রথমেই সাবধান হতে হবে।

1 / 6
যোনিপথে রক্তস্রাব- প্রথম ট্রাইমেস্টারে রক্তপাত বা দাগ লাগা খুবই সাধারণ। কিন্তু এই সমস্যা যদি দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টারে থেকে যায় তাহলে কিন্তু সাবধান হতে হবে। দ্বিতীয় ট্রাইমেস্টারে রক্তপাত মানেই তা গর্ভপাতের অন্যতম লক্ষম। গর্ভাবস্থায় কখনই রক্তপাতের ঘটনা ভাল নয়। আর তাই এরকম কোনও সমস্যা হলে প্রথমেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও যদি যোনি থেকে কোনও রকম ডিসচার্জ হয় তাহলেও কিন্তু ফেলে রাখবেন না।

যোনিপথে রক্তস্রাব- প্রথম ট্রাইমেস্টারে রক্তপাত বা দাগ লাগা খুবই সাধারণ। কিন্তু এই সমস্যা যদি দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টারে থেকে যায় তাহলে কিন্তু সাবধান হতে হবে। দ্বিতীয় ট্রাইমেস্টারে রক্তপাত মানেই তা গর্ভপাতের অন্যতম লক্ষম। গর্ভাবস্থায় কখনই রক্তপাতের ঘটনা ভাল নয়। আর তাই এরকম কোনও সমস্যা হলে প্রথমেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও যদি যোনি থেকে কোনও রকম ডিসচার্জ হয় তাহলেও কিন্তু ফেলে রাখবেন না।

2 / 6
চোখে ঝাপসা দেখলে-  হঠাৎ করে যদি দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়ে যায়, দেখতে অসুবিধে হয় তাহলেও কিন্তু সাবধান। তা হতে পারে প্রিক্ল্যাম্পসিয়ার ইঙ্গিত। এছাড়াও যদি রক্তচাপ বেশি থাকে তাহলেও এই সমস্যা হত্ লারে। রক্তচাপ বেশি থাকলে সেখান থেকে অন্যান্য অঙ্গেরও ক্ষতি হয়। আর এই যে কোনও একটা লক্ষণ দেখা দিলে হাসপাতালে নিয়ে যেতে একেবারেই দেরি করবেন না।

চোখে ঝাপসা দেখলে- হঠাৎ করে যদি দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়ে যায়, দেখতে অসুবিধে হয় তাহলেও কিন্তু সাবধান। তা হতে পারে প্রিক্ল্যাম্পসিয়ার ইঙ্গিত। এছাড়াও যদি রক্তচাপ বেশি থাকে তাহলেও এই সমস্যা হত্ লারে। রক্তচাপ বেশি থাকলে সেখান থেকে অন্যান্য অঙ্গেরও ক্ষতি হয়। আর এই যে কোনও একটা লক্ষণ দেখা দিলে হাসপাতালে নিয়ে যেতে একেবারেই দেরি করবেন না।

3 / 6
মাথাব্যথা বা মাথা ঘোরা- গর্ভাবস্থায় একেবারে প্রথমের দিকে অর্থাৎ প্রথম তিন মাস মাথা ঘোরার মত সমস্যা থাকতে পারে। কিন্তু একটানা তীব্র মাথাব্যথার সঙ্গে যদি মাথা ঘোরা, দৃষ্টিশক্তি আবছা হয়ে যায় তাহলে সতর্ক থাকুন। এটা কিন্তু প্রিক্ল্যাম্পসিয়ার প্রাথমিক লক্ষণ। চিকিৎসা দ্রুত শুরু না করলে বিপদ বাড়তে পারে।

মাথাব্যথা বা মাথা ঘোরা- গর্ভাবস্থায় একেবারে প্রথমের দিকে অর্থাৎ প্রথম তিন মাস মাথা ঘোরার মত সমস্যা থাকতে পারে। কিন্তু একটানা তীব্র মাথাব্যথার সঙ্গে যদি মাথা ঘোরা, দৃষ্টিশক্তি আবছা হয়ে যায় তাহলে সতর্ক থাকুন। এটা কিন্তু প্রিক্ল্যাম্পসিয়ার প্রাথমিক লক্ষণ। চিকিৎসা দ্রুত শুরু না করলে বিপদ বাড়তে পারে।

4 / 6
মুখ, হাত-পা হঠাৎ ফুলে যাওয়া- গর্ভাবস্থায় পা, গোড়ালি ফুলে যাওয়া অস্বাভাবিক কোনও কিছু নয়য। বরং যত সময় এগোয় তত পা বেশি ফুলতে শুরি করে। কিন্তু হঠাৎ করে পা, মুখ ফুলে যাওয়া হল প্রিক্ল্যাম্পসিয়ার প্রাথমিক লক্ষণ। এর সঙ্গে যদি মাথাব্যথা শুরু হয় তাহলে ধরে নিতে হবে যে আপনি জটিল অবস্থার মধ্যে আছেন।

মুখ, হাত-পা হঠাৎ ফুলে যাওয়া- গর্ভাবস্থায় পা, গোড়ালি ফুলে যাওয়া অস্বাভাবিক কোনও কিছু নয়য। বরং যত সময় এগোয় তত পা বেশি ফুলতে শুরি করে। কিন্তু হঠাৎ করে পা, মুখ ফুলে যাওয়া হল প্রিক্ল্যাম্পসিয়ার প্রাথমিক লক্ষণ। এর সঙ্গে যদি মাথাব্যথা শুরু হয় তাহলে ধরে নিতে হবে যে আপনি জটিল অবস্থার মধ্যে আছেন।

5 / 6
তলপেটে ব্যথা- প্রথম ট্রাইমেস্টারে পেটে ব্যথা খুব স্বাভাবিক। কারণ জরায়ু তখন সন্তানের বৃদ্ধির জন্য প্রস্তুতত হয়। এই সময় পেটে ক্র্যাম্প ধরা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এই ক্যাম্প যদি ৩০ থেকে ৬০ মিনিটের বেশি থাকে তাহলেই চিন্তার। হাইরিস্ক প্রেগন্যান্সির ইঙ্গিত এই পেট ব্যথা। ব্যথা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে তা কিন্তু এক্টোপিক প্রেগন্যান্সির ইঙ্গিত। যোনিপথে রক্তপাত-সহ যদি ব্যথা থাকে তাহলে আগাম সতর্কতা জরুরি।

তলপেটে ব্যথা- প্রথম ট্রাইমেস্টারে পেটে ব্যথা খুব স্বাভাবিক। কারণ জরায়ু তখন সন্তানের বৃদ্ধির জন্য প্রস্তুতত হয়। এই সময় পেটে ক্র্যাম্প ধরা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এই ক্যাম্প যদি ৩০ থেকে ৬০ মিনিটের বেশি থাকে তাহলেই চিন্তার। হাইরিস্ক প্রেগন্যান্সির ইঙ্গিত এই পেট ব্যথা। ব্যথা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে তা কিন্তু এক্টোপিক প্রেগন্যান্সির ইঙ্গিত। যোনিপথে রক্তপাত-সহ যদি ব্যথা থাকে তাহলে আগাম সতর্কতা জরুরি।

6 / 6
Follow Us: