আমন্ড খেলে শরীরে কী ইতিবাচক প্রভাব পড়ে তা কম-বেশি আমরা সকলেই জানি। কিন্তু জানেন কি, আমন্ড ত্বকের ওপরও প্রভাব ফেলতে কার্যকরী। আমন্ড খেলে তো তার প্রভাব ত্বকের ওপরও পড়বে। যদি আমন্ড ত্বকের ওপর প্রয়োগ করেন তাহলে তার প্রভাব দেখে চমকে যাবেন।
আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। যা ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। এছাড়া ত্বক কোমল করে তুলতেও আমন্ডের বিকল্প নেই। আমন্ডে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টের বৈশিষ্ট্য । যার কারণে ত্বকের বলিরেখা থেকে মুক্তি পাওয়া যায় সহজে।
ত্বকে লাবণ্য, তারুণ্য ও উজ্জ্বল রাখতে দারুণ কার্যকরী। ত্বকের উজ্জ্বল, কোমল ও সুস্থ করতে আমন্ডের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ত্বক থেকে ট্যান দূর করার পাশাপাশি ত্বক কোমল হয়ে উঠবে।
ট্যান দূর করতে ১ চা চামচ আমন্ড বাদাম গুঁড়ো ও ২ চা চামচ কাঁচা দুধ এক সঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে মাখুন। শুকিয়ে গেলে গরম জল দিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
প্রতিদিন আমন্ড বেটে চোখের তলায় লাগান, এতে দূর হয়ে যাবে ডার্ক সার্কেল। আমন্ড গুঁড়োর সঙ্গে বেসন আর এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে চোখের নীচে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন ধীরে ধীরে কমে গেছে কালচে দাগ।
ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতেও দারুণ উপযোগী আমন্ড। আমন্ডকে বেঁটে তাতে কাঁচা দুধ ও গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দিয়েছে এই ফেসপ্যাক।