Skin care: কিশমিশের জল রোজ খেলে সারবে হরমোনের সমস্যা, আরও বেশি ঝকঝকে হবে ত্বক

Skin care Tips: কিশমিশ ভেজানো জল মুখে মাখলে কাজ তো হবেই। এছাড়াও ভেজানো কিশমিশ পেটে ওর সঙ্গে মধু, চালগুঁড়ি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এতে মুখ খুব ভাল পরিষ্কার হবে

| Edited By: | Updated on: Jun 02, 2023 | 11:07 AM
পোলাও, বিরিয়ানি, ফ্রায়েডরাইস থেকে মালাইকারি... খাবারে স্বাদ বাড়াতে কাজুর সঙ্গে বেটে নেওয়া হয় কিশমিশ। কিশমিশ ছাড়া কোনও ভাবেই পায়েসের স্বাদ খোলে না। এছাড়াও একাধিক মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় এই কিশমিশ। ড্রাই ফ্রুটস হিসেবেও গুরুত্ব রয়েছে কিশমিশের।

পোলাও, বিরিয়ানি, ফ্রায়েডরাইস থেকে মালাইকারি... খাবারে স্বাদ বাড়াতে কাজুর সঙ্গে বেটে নেওয়া হয় কিশমিশ। কিশমিশ ছাড়া কোনও ভাবেই পায়েসের স্বাদ খোলে না। এছাড়াও একাধিক মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় এই কিশমিশ। ড্রাই ফ্রুটস হিসেবেও গুরুত্ব রয়েছে কিশমিশের।

1 / 8
কিশমিশের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি৬, ক্যালশিয়াম, পটাশিয়াম, কপার। এছাড়াও থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। যে কারণে রোজ তিন থেকে চারটে কিশমিশ খেতে পারলে শরীরের জন্য ভাল।

কিশমিশের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি৬, ক্যালশিয়াম, পটাশিয়াম, কপার। এছাড়াও থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। যে কারণে রোজ তিন থেকে চারটে কিশমিশ খেতে পারলে শরীরের জন্য ভাল।

2 / 8
কিশমিশের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-ই। যা শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে। এছাড়াএ কিশমিশ আমাদের ত্বক আর চুলের জন্যও ভীষণ রকম উপকারী।

কিশমিশের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-ই। যা শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে। এছাড়াএ কিশমিশ আমাদের ত্বক আর চুলের জন্যও ভীষণ রকম উপকারী।

3 / 8
তবে কিশমিশ খুব বেশিও খাবেন না। তাতে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকাল অনেকেই  হরমোনের নানা সমস্যায় ভুগছেন। হরমোনের অসামঞ্জস্যতা থেকে আসে পিসিওএসের মতো রোগ।

তবে কিশমিশ খুব বেশিও খাবেন না। তাতে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকাল অনেকেই হরমোনের নানা সমস্যায় ভুগছেন। হরমোনের অসামঞ্জস্যতা থেকে আসে পিসিওএসের মতো রোগ।

4 / 8
রোজ কিশমিশ ভেজানো জল খেলে এই সমস্যার হাত থেকে রেহাই মেলে। অনিয়মিত পিরিয়ড নিয়মিত হয় এই কিশমিশের গুণে। সেই সঙ্গে পিরিয়ডের সময় ক্র্যাম্পের সমস্যাও অনেক কম হয়।

রোজ কিশমিশ ভেজানো জল খেলে এই সমস্যার হাত থেকে রেহাই মেলে। অনিয়মিত পিরিয়ড নিয়মিত হয় এই কিশমিশের গুণে। সেই সঙ্গে পিরিয়ডের সময় ক্র্যাম্পের সমস্যাও অনেক কম হয়।

5 / 8
ত্বকের জন্যও খুব ভাল কিশমিশ। দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন। ১৫০ গ্রাম কিশমিশ দু কাপ জলে ভিজিয়ে রাখুন। এবার এই জল ছেঁকে নিয়ে তা দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। তবে কিশমিশ সারা রাত ভিজিয়ে রাখতে হবে।

ত্বকের জন্যও খুব ভাল কিশমিশ। দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন। ১৫০ গ্রাম কিশমিশ দু কাপ জলে ভিজিয়ে রাখুন। এবার এই জল ছেঁকে নিয়ে তা দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। তবে কিশমিশ সারা রাত ভিজিয়ে রাখতে হবে।

6 / 8
কিশমিশ ভেজানো জল দিয়েই বানিয়ে নিন ফেসপ্যাক। এর মধ্যে চালের গুঁড়ো, মধু, সামান্য গোলাপ জল আর লেবুর রস মিশিয়ে নিন। এবার তা মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন।

কিশমিশ ভেজানো জল দিয়েই বানিয়ে নিন ফেসপ্যাক। এর মধ্যে চালের গুঁড়ো, মধু, সামান্য গোলাপ জল আর লেবুর রস মিশিয়ে নিন। এবার তা মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন।

7 / 8
এছাড়াও এই ভেজানো কিশমিশ, বেসন, টকদই আর এক-দুটো জাউরান একসঙ্গে মিশিয়ে মুখে মালিশ করলে ত্বকের জেল্লা ফেরে। সেই সঙ্গে আর মুখে থাকে ফেশিয়ালের এফেক্ট।

এছাড়াও এই ভেজানো কিশমিশ, বেসন, টকদই আর এক-দুটো জাউরান একসঙ্গে মিশিয়ে মুখে মালিশ করলে ত্বকের জেল্লা ফেরে। সেই সঙ্গে আর মুখে থাকে ফেশিয়ালের এফেক্ট।

8 / 8
Follow Us: