Liverpool: লিভারপুলের কনিষ্ঠতম ফুটবলার এখন ফ্রায়েড চিকেন বিক্রেতা!

Liverpool youngest-ever Player: লিভারপুলের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে নজির গড়েছিলেন। এখন আর কোনও ক্লাবে সুযোগ পান না। বাধ্য হয়েই ফ্রায়েড চিকেনের দোকান চালাচ্ছেন। জেরোম সিনক্লেয়ার সেই ফুটবলার। ১০ বছরের ব্যবধানে জীবন ওলট-পালট।

| Edited By: | Updated on: Jan 09, 2023 | 7:00 AM
 লিভারপুলের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে নজির গড়েছিলেন। এখন আর কোনও ক্লাবে সুযোগ পান না। বাধ্য হয়েই ফ্রায়েড চিকেনের দোকান চালাচ্ছেন। (ছবি : ইনস্টাগ্রাম)

লিভারপুলের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে নজির গড়েছিলেন। এখন আর কোনও ক্লাবে সুযোগ পান না। বাধ্য হয়েই ফ্রায়েড চিকেনের দোকান চালাচ্ছেন। (ছবি : ইনস্টাগ্রাম)

1 / 6
সেই ফুটবলারের নাম জেরোম সিনক্লেয়ার। ১০ বছরের ব্যবধানে তাঁর ফুটবল কেরিয়ার,  জীবন ওলট-পালট হয়ে গিয়েছে। (ছবি : ইনস্টাগ্রাম)

সেই ফুটবলারের নাম জেরোম সিনক্লেয়ার। ১০ বছরের ব্যবধানে তাঁর ফুটবল কেরিয়ার, জীবন ওলট-পালট হয়ে গিয়েছে। (ছবি : ইনস্টাগ্রাম)

2 / 6
সালটা ২০১২। মাত্র ১৬ বছর বয়সে লিভারপুল জার্সিতে অভিষেক হয় জেরোম সিনক্লেয়ারের। লিভারপুলের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে নজির গড়েন। সুখ দীর্ঘস্থায়ী হয়নি। লিভারপুলের হয়ে মাত্র পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। এফ এ কাপে একটি গোলও করেছিলেন। (ছবি : ইনস্টাগ্রাম)

সালটা ২০১২। মাত্র ১৬ বছর বয়সে লিভারপুল জার্সিতে অভিষেক হয় জেরোম সিনক্লেয়ারের। লিভারপুলের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে নজির গড়েন। সুখ দীর্ঘস্থায়ী হয়নি। লিভারপুলের হয়ে মাত্র পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। এফ এ কাপে একটি গোলও করেছিলেন। (ছবি : ইনস্টাগ্রাম)

3 / 6
২০১৬ সালে ওয়াটফোর্ডে সই করেন জেরোম। যদিও লোনে অন্য়ান্য ক্লাবে পাঠানো হয় তাঁকে। লিভারপুলে থাকাকালীন লোনে খেলেন উইগান অ্যাথলেটিকের হয়ে। মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। (ছবি : ইনস্টাগ্রাম)

২০১৬ সালে ওয়াটফোর্ডে সই করেন জেরোম। যদিও লোনে অন্য়ান্য ক্লাবে পাঠানো হয় তাঁকে। লিভারপুলে থাকাকালীন লোনে খেলেন উইগান অ্যাথলেটিকের হয়ে। মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। (ছবি : ইনস্টাগ্রাম)

4 / 6
ওয়াটফোর্ডের হয়ে আধডজন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জেরোম সিনক্লেয়ার। তাঁকে লোনে বার্মিংহ্যাম সিটি, সান্ডারল্যান্ড, অক্সফোর্ড ইউনাইটেড, ভেনলো এবং ২০২০-২১ মরসুমে সিএসকেএ সোফিয়াতে পাঠানো হয়। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৭ জাতীয় দলেও খেলেছেন। (ছবি : ইনস্টাগ্রাম)

ওয়াটফোর্ডের হয়ে আধডজন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জেরোম সিনক্লেয়ার। তাঁকে লোনে বার্মিংহ্যাম সিটি, সান্ডারল্যান্ড, অক্সফোর্ড ইউনাইটেড, ভেনলো এবং ২০২০-২১ মরসুমে সিএসকেএ সোফিয়াতে পাঠানো হয়। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৭ জাতীয় দলেও খেলেছেন। (ছবি : ইনস্টাগ্রাম)

5 / 6
সিএসকেএ সোফিয়া থেকে আর কোনও ক্লাব পাননি। বাধ্য় হয়েই তাই বার্মিংহ্যামে ফ্রায়েড চিকেনের দোকান চালান এক সময় লিভারপুল জার্সিতে রেকর্ড গড়া জেরোম সিনক্লেয়ার। (ছবি : ইনস্টাগ্রাম)

সিএসকেএ সোফিয়া থেকে আর কোনও ক্লাব পাননি। বাধ্য় হয়েই তাই বার্মিংহ্যামে ফ্রায়েড চিকেনের দোকান চালান এক সময় লিভারপুল জার্সিতে রেকর্ড গড়া জেরোম সিনক্লেয়ার। (ছবি : ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: