Football: নেপাল পৌঁছল ব্লু টাইগার্সরা

নেপালের (Nepal) বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলার জন্য সোমবার কাঠমান্ডু পৌঁছে গেল সুনীল ছেত্রীসহ ভারতীয় দলের (Indian Men’s Senior National Team) ফুটবলাররা। ২ ও ৫ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি (International Friendlies) ম্যাচে খেলবেন ব্লু টাইগার্সরা। ১৫ অগস্ট থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শিবির করেছে ভারতীয় দল। এর মধ্যে বাংলা ও মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচেও খেলেছেন ভারতীয় দলের সদস্যরা। কলকাতার (Kolkata) শিবির নেপাল ম্যাচের আগে তাঁদের অনেকটাই সাহায্য করেছে। এমনটাই বলছেন প্রণয় হালদার।

| Edited By: | Updated on: Aug 31, 2021 | 9:35 AM
কাঠমান্ডু বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুনীল ছেত্রীদের। (সৌজন্যে-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুইটার)

কাঠমান্ডু বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুনীল ছেত্রীদের। (সৌজন্যে-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুইটার)

1 / 4
আজ, মঙ্গলবার কাঠমান্ডুতে প্র্যাক্টস সেশনে নামবেন সুনীলরা।(সৌজন্যে-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুইটার)

আজ, মঙ্গলবার কাঠমান্ডুতে প্র্যাক্টস সেশনে নামবেন সুনীলরা।(সৌজন্যে-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুইটার)

2 / 4
নেপাল দলকে কোনও মতেই হাল্কাভাবে নিচ্ছেন না অনিরুদ্ধ থাপারা।(সৌজন্যে-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুইটার)

নেপাল দলকে কোনও মতেই হাল্কাভাবে নিচ্ছেন না অনিরুদ্ধ থাপারা।(সৌজন্যে-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুইটার)

3 / 4
নেপালের বিরুদ্ধে দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল গিয়েছে কাঠমান্ডুতে।(সৌজন্যে-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুইটার)

নেপালের বিরুদ্ধে দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল গিয়েছে কাঠমান্ডুতে।(সৌজন্যে-অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুইটার)

4 / 4
Follow Us: