Football: নেপাল পৌঁছল ব্লু টাইগার্সরা
নেপালের (Nepal) বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলার জন্য সোমবার কাঠমান্ডু পৌঁছে গেল সুনীল ছেত্রীসহ ভারতীয় দলের (Indian Men’s Senior National Team) ফুটবলাররা। ২ ও ৫ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি (International Friendlies) ম্যাচে খেলবেন ব্লু টাইগার্সরা। ১৫ অগস্ট থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শিবির করেছে ভারতীয় দল। এর মধ্যে বাংলা ও মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচেও খেলেছেন ভারতীয় দলের সদস্যরা। কলকাতার (Kolkata) শিবির নেপাল ম্যাচের আগে তাঁদের অনেকটাই সাহায্য করেছে। এমনটাই বলছেন প্রণয় হালদার।
Most Read Stories