Monsoon Travel: প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে বেড়াতে যেতে চান? বাকেট লিস্টে রাখুন পাহাড়ে ঘেরা এই ৪ রাজ্য

Natural Disaster: ১৫ অগস্টের সময় থাকে লং উইকএন্ড। বর্ষায় পাহাড়ে বৃষ্টি হলেও ভ্যালি অফ ফ্লাওয়ারস, কাশ্মীর গ্রেট লেকস থেকে শুরু করে  উত্তরাখণ্ডের চারধাম যাত্রা, অমরনাথ যাত্রা এই সময় চালু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেকার, তীর্থযাত্রীরা ভিড় করে হিমালয়ের পাদদেশে।

| Updated on: Aug 02, 2024 | 2:38 PM
মেঘ ভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। বাড়ছে জলের স্তর। কেদারনাথ দর্শন হোক বা হামতা পাস ট্রেক—বিভিন্ন জায়গায় পর্যটকেরা আটকে পড়েছেন। আর কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনা দুঃস্বপ্নের মতো। এখনও পর্যন্ত উদ্ধারকার্য শেষ হয়নি।

মেঘ ভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। বাড়ছে জলের স্তর। কেদারনাথ দর্শন হোক বা হামতা পাস ট্রেক—বিভিন্ন জায়গায় পর্যটকেরা আটকে পড়েছেন। আর কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনা দুঃস্বপ্নের মতো। এখনও পর্যন্ত উদ্ধারকার্য শেষ হয়নি।

1 / 8
হিমাচল, উত্তরাখণ্ডের পাশাপাশি সুরক্ষিত নয় সিকিম, অসমও। যতদিন যাচ্ছে বর্ষাকালে পাহাড় ভ্রমণ কঠিন হয়ে যাচ্ছে। প্রতি বছর ভূমিধস, হরপাবান, মেঘ ভাঙা বৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। অথচ, এই মরশুমেই সবচেয়ে বেশি মানুষ পাহাড়ে যেতে পছন্দ করে।

হিমাচল, উত্তরাখণ্ডের পাশাপাশি সুরক্ষিত নয় সিকিম, অসমও। যতদিন যাচ্ছে বর্ষাকালে পাহাড় ভ্রমণ কঠিন হয়ে যাচ্ছে। প্রতি বছর ভূমিধস, হরপাবান, মেঘ ভাঙা বৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। অথচ, এই মরশুমেই সবচেয়ে বেশি মানুষ পাহাড়ে যেতে পছন্দ করে।

2 / 8
১৫ অগস্টের সময় থাকে লং উইকএন্ড। বর্ষায় পাহাড়ে বৃষ্টি হলেও ভ্যালি অফ ফ্লাওয়ারস, কাশ্মীর গ্রেট লেকস থেকে শুরু করে  উত্তরাখণ্ডের চারধাম যাত্রা, অমরনাথ যাত্রা এই সময় চালু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেকার, তীর্থযাত্রীরা ভিড় করে হিমালয়ের পাদদেশে।

১৫ অগস্টের সময় থাকে লং উইকএন্ড। বর্ষায় পাহাড়ে বৃষ্টি হলেও ভ্যালি অফ ফ্লাওয়ারস, কাশ্মীর গ্রেট লেকস থেকে শুরু করে  উত্তরাখণ্ডের চারধাম যাত্রা, অমরনাথ যাত্রা এই সময় চালু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেকার, তীর্থযাত্রীরা ভিড় করে হিমালয়ের পাদদেশে।

3 / 8
বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয় বা বিপদ মুখোমুখি হওয়া কারওই পছন্দ নয়। কিন্তু প্রতিবছর যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় রোষে পড়ছে পাহাড়, তাতে এই সময় সিকিম, হিমাচল, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলো এড়িয়ে যাওয়াই ভাল। কিন্তু তা বলে কি পাহাড়ে যাবেন না?

বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয় বা বিপদ মুখোমুখি হওয়া কারওই পছন্দ নয়। কিন্তু প্রতিবছর যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় রোষে পড়ছে পাহাড়, তাতে এই সময় সিকিম, হিমাচল, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলো এড়িয়ে যাওয়াই ভাল। কিন্তু তা বলে কি পাহাড়ে যাবেন না?

4 / 8
বর্ষাকালে সবচেয়ে সুন্দর দেখায় উত্তর-পূর্বের রাজ্যগুলোকে। মেঘালয় যাওয়ার সেরা সময় কিন্তু এই বর্ষাকাল। চেরাপুঞ্জির জলপ্রপাত, ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, মৌসিনরাম, ডাউকি লেকের মতো জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এই বর্ষায়। এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিননং কিন্তু এই রাজ্যেই অবস্থিত।

বর্ষাকালে সবচেয়ে সুন্দর দেখায় উত্তর-পূর্বের রাজ্যগুলোকে। মেঘালয় যাওয়ার সেরা সময় কিন্তু এই বর্ষাকাল। চেরাপুঞ্জির জলপ্রপাত, ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, মৌসিনরাম, ডাউকি লেকের মতো জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এই বর্ষায়। এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিননং কিন্তু এই রাজ্যেই অবস্থিত।

5 / 8
অগস্ট মাসে লাদাখ যাওয়া কিন্তু তুলনামূলকভাবে সুরক্ষিত। মানালি দিয়ে যদি লাদাখ যেতে না চান, সেক্ষেত্রে দিল্লি থেকে সোজা বিমানে চেপে পৌঁছে যান লেহ। বাইক নিয়ে লাদাখ এক্সপ্লোর করা কিংবা হ্যানলেতে বসে স্টার গেজিংয়ের স্বপ্ন পূরণ করতে পারেন এই মরশুমে। জাঁসকার ভ্যালি ট্রেকও করতে পারেন।

অগস্ট মাসে লাদাখ যাওয়া কিন্তু তুলনামূলকভাবে সুরক্ষিত। মানালি দিয়ে যদি লাদাখ যেতে না চান, সেক্ষেত্রে দিল্লি থেকে সোজা বিমানে চেপে পৌঁছে যান লেহ। বাইক নিয়ে লাদাখ এক্সপ্লোর করা কিংবা হ্যানলেতে বসে স্টার গেজিংয়ের স্বপ্ন পূরণ করতে পারেন এই মরশুমে। জাঁসকার ভ্যালি ট্রেকও করতে পারেন।

6 / 8
সিকিম বা দার্জিলিং যাওয়ার বদলে ডিমাপুর চলে যান। বেশিরভাগ মানুষ নাগাল্যান্ড বেড়াতে যান ডিসেম্বরে হর্ন‌বিল ফেস্টিভ্যালের সময়। তবে, একমাত্র বর্ষাকালেই কিন্তু জুকু লিলি দেখা যায় এখানে। সবুজে ঘেরা জুকু ভ্যালি হাইকিংও করতে পারেন আপনি। 

সিকিম বা দার্জিলিং যাওয়ার বদলে ডিমাপুর চলে যান। বেশিরভাগ মানুষ নাগাল্যান্ড বেড়াতে যান ডিসেম্বরে হর্ন‌বিল ফেস্টিভ্যালের সময়। তবে, একমাত্র বর্ষাকালেই কিন্তু জুকু লিলি দেখা যায় এখানে। সবুজে ঘেরা জুকু ভ্যালি হাইকিংও করতে পারেন আপনি। 

7 / 8
পাহাড় ও সমুদ্র একসঙ্গে ঘুরে দেখতে চাইলে বর্ষায় যেতে পারেন গোয়া। আগোদা ফোর্ট‌, বাগা বিচ থেকে শুরু করে দুধসাগর জলপ্রপাত সবই ঘুরে দেখতে পারেন এই মরশুমে। গোয়া যাওয়ার পরিকল্পনা করলে অন্তত ৭ দিনে হাতে রাখতেই হবে। তবেই ঘুরে দেখতে পারবেন এই রাজ্যকে।

পাহাড় ও সমুদ্র একসঙ্গে ঘুরে দেখতে চাইলে বর্ষায় যেতে পারেন গোয়া। আগোদা ফোর্ট‌, বাগা বিচ থেকে শুরু করে দুধসাগর জলপ্রপাত সবই ঘুরে দেখতে পারেন এই মরশুমে। গোয়া যাওয়ার পরিকল্পনা করলে অন্তত ৭ দিনে হাতে রাখতেই হবে। তবেই ঘুরে দেখতে পারবেন এই রাজ্যকে।

8 / 8
Follow Us: