রেজার দিয়ে দাড়ি বা লোম কাটার ফলে ' রেজার বাম্প'একটি অতি সাধারণ বিষয়। কিন্তু এই ক্ষতের থেকে মুক্তি পাবেন কী করে?
এতে মূলত ত্বকে লাল-লাল ক্ষত হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে লোমের বিপরীতে রেজার চালাবেন না। এবং ঘনঘন রেজার পরিবর্তন করুন।
ঘনঘন শেভ করার দরকার নেই। এতে ত্বক পাতলা হয়ে যায়। ফলে দাড়ি কাটার সময় কেটে যাওযার ঝুঁকি বাড়ে।
শেভ করার পর অবশ্যই ব্লেড ও রেজ়র পরিস্কার জল দিয়ে ধুয়ে নেবেন। এবং দাড়ি কাটার পর আফ্টার শেভ ব্যবহার করুন।
দাড়ি কাটা হয়ে গেলে রেজ়রটিকে কোনও ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। ভাল মানের শেভিং ক্রিম ব্যবহার করুন।
আগে শেভিং ক্রিম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর রেজার চালান। এতে লোম নরম হয়ে যায়, ফলে ক্ষতের সম্ভাবনা কমে।
রেজ়রের ক্ষেত্রে একটু ভাল মানের রেজার ব্যবহার করুন। খেয়াল রাখবেন ব্লেড যেন সবসময় নতুন হয়।
দাড়ি কাটার পর অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এটি ক্ষত মেটাতে সাহায্য় করে। এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে।