Bath Salt: স্নানের জলে মিশিয়ে দিন এক চামচ বাথ সল্ট, ত্বকের জেল্লা ফিরে আসবে দু’দিনে
Skin Care Tips: সাবান, বডিওয়াশ কিংবা শাওয়ার জেল মেখে স্নান করেন বেশিরভাগ মানুষ। কিন্তু ত্বক পরিষ্কার করাই যথেষ্ট নয়। স্নানের জলে নুন মেশাতে পারেন। বাথ সল্ট দিয়ে স্নান করলে একাধিক উপকারিতা পাওয়া যায়। স্নানের জলে বাথ সল্ট মেশালে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি উন্নত হবে লাইস্টাইলও।
Most Read Stories