Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mutton Chop: ঘরোয়া উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু মাংসের চপ, চায়ের সঙ্গে দারুণ লাগবে

Mangsher Chop: শীতের দিনে পার্টি, মোচ্ছব লেগেই থাকে। এখন বাড়িতে পার্টি হলে বা অতিথি এলে চপ,শিঙাড়া এসব আসে না। পরিবর্ত হিসেবে জায়গা করে নিয়েছে চিকেন পকোড়া, কাটলেট, চপ ইত্যাদি

| Edited By: | Updated on: Dec 08, 2023 | 11:56 PM
শীতের দিনে ভাজাভুজি খেতে খুব ভাল লাগে। বলা ভাল সন্ধ্যে হলেই মনটা চপ-কাবাব এসব করে। এদিকে রোজ রোজ বাইরের খাবার খাওয়া একেবারে ঠিক নয়। এতে শরীর খারাপ হয়, হজমে সমস্যা হয়, পেটের গন্ডোগল হতে পারে

শীতের দিনে ভাজাভুজি খেতে খুব ভাল লাগে। বলা ভাল সন্ধ্যে হলেই মনটা চপ-কাবাব এসব করে। এদিকে রোজ রোজ বাইরের খাবার খাওয়া একেবারে ঠিক নয়। এতে শরীর খারাপ হয়, হজমে সমস্যা হয়, পেটের গন্ডোগল হতে পারে

1 / 8
সেই সঙ্গে কোলেস্টেরলও বাড়তে পারে। শীতের দিনে পার্টি, মোচ্ছব লেগেই থাকে। এখন বাড়িতে পার্টি হলে বা অতিথি এলে চপ,শিঙাড়া এসব আসে না। পরিবর্ত হিসেবে জায়গা করে নিয়েছে চিকেন পকোড়া, কাটলেট, চপ ইত্যাদি

সেই সঙ্গে কোলেস্টেরলও বাড়তে পারে। শীতের দিনে পার্টি, মোচ্ছব লেগেই থাকে। এখন বাড়িতে পার্টি হলে বা অতিথি এলে চপ,শিঙাড়া এসব আসে না। পরিবর্ত হিসেবে জায়গা করে নিয়েছে চিকেন পকোড়া, কাটলেট, চপ ইত্যাদি

2 / 8
মোটকথা যাই খাওয়ানো হোক না কেন চিকেন থাকতেই হবে। তবে না অতিথি সেবা হয়। আর আজকাল পয়সা ফেললেই বাইরে প্রচুর রকম খাবার পাওয়া যায়। ফলে আমাদের স্বাদকোরকেও এসেছে অনেক রকম পরিবর্তন। আর তাই বাড়িতেই ভেজে নিন দোকানের মত মাংসের চপ, এভাবে বানালে খেতেও হবে খাসা

মোটকথা যাই খাওয়ানো হোক না কেন চিকেন থাকতেই হবে। তবে না অতিথি সেবা হয়। আর আজকাল পয়সা ফেললেই বাইরে প্রচুর রকম খাবার পাওয়া যায়। ফলে আমাদের স্বাদকোরকেও এসেছে অনেক রকম পরিবর্তন। আর তাই বাড়িতেই ভেজে নিন দোকানের মত মাংসের চপ, এভাবে বানালে খেতেও হবে খাসা

3 / 8
দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিতে হবে। কড়াইতে বড় এক চামচ সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এক চামচ রসুন কুচি, আদা কুচি, থেঁতো করৈ কাঁচালঙ্কা দিয়ে একটু কষিয়ে নিন ৫ মিনিট। এবার ২০০ গ্রাম মটন কিমা দিন

দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিতে হবে। কড়াইতে বড় এক চামচ সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এক চামচ রসুন কুচি, আদা কুচি, থেঁতো করৈ কাঁচালঙ্কা দিয়ে একটু কষিয়ে নিন ৫ মিনিট। এবার ২০০ গ্রাম মটন কিমা দিন

4 / 8
কিমা দিয়ে খুব ভাল করে এবার কষিয়ে নিতে হবে। কিমা মশলার সঙ্গে মিশলে স্বাদমতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে কিমা কষিয়ে নিতে হবে। মশলা-কিমা কষে এলে গ্যাসের ফ্লেম কমিয়ে কিমা সেদ্ধ হতে দিন

কিমা দিয়ে খুব ভাল করে এবার কষিয়ে নিতে হবে। কিমা মশলার সঙ্গে মিশলে স্বাদমতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে কিমা কষিয়ে নিতে হবে। মশলা-কিমা কষে এলে গ্যাসের ফ্লেম কমিয়ে কিমা সেদ্ধ হতে দিন

5 / 8
কিমা এবার ভাল করে নাড়াচাড়া করে ফ্লেম একদম কমিয়ে দিন। কষে এলে হাফ কাপ গরম জল মিশিয়ে দিন এতে। এবার ঢাকা দিয়ে ১০-১২ মিনিট কিমা সেদ্ধ করে নিন। কিমা সেদ্ধ হয়ে এলে দুটো বড় সাইজের সেদ্ধ করা আলু মিশিয়ে দিতে হবে। আলু-কিমা ভাল করে শুকিয়ে নিন, ব্যাস পুর তৈরি

কিমা এবার ভাল করে নাড়াচাড়া করে ফ্লেম একদম কমিয়ে দিন। কষে এলে হাফ কাপ গরম জল মিশিয়ে দিন এতে। এবার ঢাকা দিয়ে ১০-১২ মিনিট কিমা সেদ্ধ করে নিন। কিমা সেদ্ধ হয়ে এলে দুটো বড় সাইজের সেদ্ধ করা আলু মিশিয়ে দিতে হবে। আলু-কিমা ভাল করে শুকিয়ে নিন, ব্যাস পুর তৈরি

6 / 8
সবশেষে এক চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিন এতে। মাংসের চপের জন্য পর একদম তৈরি। চাইলে চিকেন কিমা দিয়েও এভাবে পুর বানিয়ে নিতে পারেন। একটু ঠান্ডা হলে চপ গড়া শুরু করুন। ঠান্ডা পুর থেকে অল্প অল্প পুর নিয়ে পছন্দমতো শেপ দিন

সবশেষে এক চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিন এতে। মাংসের চপের জন্য পর একদম তৈরি। চাইলে চিকেন কিমা দিয়েও এভাবে পুর বানিয়ে নিতে পারেন। একটু ঠান্ডা হলে চপ গড়া শুরু করুন। ঠান্ডা পুর থেকে অল্প অল্প পুর নিয়ে পছন্দমতো শেপ দিন

7 / 8
একটা বাটিতে বিস্কুটের গুঁড়ো অন্য বাটিতে ৩ চামচ ময়দা ৩ চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প অল্প জল মিশিয়ে নিতে হবে। এবার ময়দার গোলায় ডুবিয়ে বিস্কুটে কোট করে নিন। একই পদ্ধতি আবারও করুন, অর্থাৎ ডবল কোট করে তবেই ডুবো তেলে ভাজুন

একটা বাটিতে বিস্কুটের গুঁড়ো অন্য বাটিতে ৩ চামচ ময়দা ৩ চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প অল্প জল মিশিয়ে নিতে হবে। এবার ময়দার গোলায় ডুবিয়ে বিস্কুটে কোট করে নিন। একই পদ্ধতি আবারও করুন, অর্থাৎ ডবল কোট করে তবেই ডুবো তেলে ভাজুন

8 / 8
Follow Us: