Pre Winter skin care: রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্যাক লাগিয়ে নিলে আর মুখ শুকিয়ে যাবে না শীতে

Skin Care Tips: শীত পড়তে শুরু করেছে,শির-শিরানি হাওয়ার অনুভূতি বেশ টের পাওয়া যাচ্ছে বাতাসে। ফ্যান চালানোর প্রয়োজনই পড়ছে না, বিশেষত রাত আর ভোরের দিকে

| Edited By: | Updated on: Nov 01, 2023 | 9:15 AM
শীত পড়তে শুরু করেছে,শির-শিরানি হাওয়ার অনুভূতি বেশ টের পাওয়া যাচ্ছে বাতাসে। ফ্যান চালানোর প্রয়োজনই পড়ছে না, বিশেষত রাত আর ভোরের দিকে

শীত পড়তে শুরু করেছে,শির-শিরানি হাওয়ার অনুভূতি বেশ টের পাওয়া যাচ্ছে বাতাসে। ফ্যান চালানোর প্রয়োজনই পড়ছে না, বিশেষত রাত আর ভোরের দিকে

1 / 8
তাড়াতাড়ি সন্ধ্যা নামছে, গা-হাত পা শুকনো হয়ে যাচ্ছে, সঙ্গে মিশে থাকছে একটা মনখারাপও। এই হেমন্তের দিনে বিকেলে অদ্ভুত একটা মন কেমন করে

তাড়াতাড়ি সন্ধ্যা নামছে, গা-হাত পা শুকনো হয়ে যাচ্ছে, সঙ্গে মিশে থাকছে একটা মনখারাপও। এই হেমন্তের দিনে বিকেলে অদ্ভুত একটা মন কেমন করে

2 / 8
আবহাওয়ার পরিবর্তনে ত্বকের উপরও একটা প্রভাব পড়ে। ত্বক বুড়িয়ে যায়, শুষ্ক হয়ে যায়। আর মাত্র কয়েকদিনই পরই শুরু বাঙালির মধুমাসের। বন্ধু-আত্মীয়দের বিয়ে গেলেই থাকে। আর তাই সুন্দর করে সাজতে তো হবেই

আবহাওয়ার পরিবর্তনে ত্বকের উপরও একটা প্রভাব পড়ে। ত্বক বুড়িয়ে যায়, শুষ্ক হয়ে যায়। আর মাত্র কয়েকদিনই পরই শুরু বাঙালির মধুমাসের। বন্ধু-আত্মীয়দের বিয়ে গেলেই থাকে। আর তাই সুন্দর করে সাজতে তো হবেই

3 / 8
এমনিতে দূষণের প্রভাবে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। শীতে এই সমস্যা আরও বাড়ে। তাই বাড়িতেই বানিয়ে নিন এই ফেসপ্যাক। দু চামচ আটা নিন, এর মধ্যে হাফ চামচ হলুদ মেশান। এবার এতে এক চামচ মধু আর ঘি দিন

এমনিতে দূষণের প্রভাবে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। শীতে এই সমস্যা আরও বাড়ে। তাই বাড়িতেই বানিয়ে নিন এই ফেসপ্যাক। দু চামচ আটা নিন, এর মধ্যে হাফ চামচ হলুদ মেশান। এবার এতে এক চামচ মধু আর ঘি দিন

4 / 8
একবড় চামচ টকদই বা দুধ দিয়ে প্যাকটা গুলে নিন। এই ফেসপ্যাক অ্যান্টিঅজিং হিসেবে কাজ করে। সেই সঙ্গে মুখের যে কোনও সংক্রমণ তা রুখে দেয়। ত্বককে ফ্যাকাশে হয়ে যাওয়ার হাত থেকেও তা বাঁচাবে

একবড় চামচ টকদই বা দুধ দিয়ে প্যাকটা গুলে নিন। এই ফেসপ্যাক অ্যান্টিঅজিং হিসেবে কাজ করে। সেই সঙ্গে মুখের যে কোনও সংক্রমণ তা রুখে দেয়। ত্বককে ফ্যাকাশে হয়ে যাওয়ার হাত থেকেও তা বাঁচাবে

5 / 8
এই প্যাক লাগিয়ে ২০-২৫ মিনিট এই ভাবেই রেখে দিতে হবে। এরপর হাত দিয়ে ঘষে ঘষে তা তুলে ফেলুন। এমনকী কোনও পার্টি বা বিয়েবাড়িতে যাওয়ার আগেও বানিয়ে নিতে পারেন এই ফেসপ্যাক

এই প্যাক লাগিয়ে ২০-২৫ মিনিট এই ভাবেই রেখে দিতে হবে। এরপর হাত দিয়ে ঘষে ঘষে তা তুলে ফেলুন। এমনকী কোনও পার্টি বা বিয়েবাড়িতে যাওয়ার আগেও বানিয়ে নিতে পারেন এই ফেসপ্যাক

6 / 8
এবার প্যাক তুলে নিয়ে মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এবার মুখ শুকনো করে মুছে মুখে একটা নাইট ক্রিম লাগান। আর তা বানিয়ে নিন বাড়িতেই। এক চামচ নারকেল তেল, গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে নিন

এবার প্যাক তুলে নিয়ে মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এবার মুখ শুকনো করে মুছে মুখে একটা নাইট ক্রিম লাগান। আর তা বানিয়ে নিন বাড়িতেই। এক চামচ নারকেল তেল, গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে নিন

7 / 8
তৈরি নাইটক্রিম। একদিন বানিয়ে ফ্রিজে রাখলে পাঁচদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই নাইটক্রিম মুখের জন্য যেমন ভাল তেমনই মুখের জেল্লাও ফিরিয়ে আনে। রাতে লাগিয়ে পরদিন সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন আর তফাত নিজের চোখেই দেখুন

তৈরি নাইটক্রিম। একদিন বানিয়ে ফ্রিজে রাখলে পাঁচদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই নাইটক্রিম মুখের জন্য যেমন ভাল তেমনই মুখের জেল্লাও ফিরিয়ে আনে। রাতে লাগিয়ে পরদিন সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন আর তফাত নিজের চোখেই দেখুন

8 / 8
Follow Us: