Harmful Ingredients for Skin: এই ৬ জিনিস ভুলেও মুখে মাখবেন না, জ্বলে-পুড়ে যাবে চামড়া

Skin Care Tips: যুগ যুগ ধরে রূপচর্চায় হলুদ, নারকেল তেল, অ্যালোভেরা, নিম পাতার মতো উপাদান ব্যবহার হচ্ছে। এগুলো প্রাকৃতিক উপাদান। এর গুণাবলী অন্যান্য প্রসাধনীর তুলনায় অনেক বেশি। কিন্তু এমন বেশ কিছু উপাদান রয়েছে, যা ত্বকে মাখা যায় না।

| Updated on: Aug 22, 2024 | 6:01 PM
যুগ যুগ ধরে রূপচর্চায় হলুদ, নারকেল তেল, অ্যালোভেরা, নিম পাতার মতো উপাদান ব্যবহার হচ্ছে। এগুলো প্রাকৃতিক উপাদান। এর গুণাবলী অন্যান্য প্রসাধনীর তুলনায় অনেক বেশি।

যুগ যুগ ধরে রূপচর্চায় হলুদ, নারকেল তেল, অ্যালোভেরা, নিম পাতার মতো উপাদান ব্যবহার হচ্ছে। এগুলো প্রাকৃতিক উপাদান। এর গুণাবলী অন্যান্য প্রসাধনীর তুলনায় অনেক বেশি।

1 / 8
চাইলেই সব ধরনের প্রাকৃতিক উপাদান মুখে মাখা যায় না। বেসন, দই, দুধ, হলুদের মতো উপাদান অবশ্যই ত্বকের জন্য উপকারী। কিন্তু এগুলো ছাড়াও এমন বেশ কিছু উপাদান রয়েছে, যা ত্বকে মাখা যায় না।

চাইলেই সব ধরনের প্রাকৃতিক উপাদান মুখে মাখা যায় না। বেসন, দই, দুধ, হলুদের মতো উপাদান অবশ্যই ত্বকের জন্য উপকারী। কিন্তু এগুলো ছাড়াও এমন বেশ কিছু উপাদান রয়েছে, যা ত্বকে মাখা যায় না।

2 / 8
ত্বকে অনেকেই চালের গুঁড়ি মাখেন। বেসন সবচেয়ে কমন উপাদান। কিন্তু ভুলেও ময়দা, আটা মাখতে যাবেন না। এমনকি ভুট্টার তৈরি আটাও মাখবেন না।

ত্বকে অনেকেই চালের গুঁড়ি মাখেন। বেসন সবচেয়ে কমন উপাদান। কিন্তু ভুলেও ময়দা, আটা মাখতে যাবেন না। এমনকি ভুট্টার তৈরি আটাও মাখবেন না।

3 / 8
ত্বকের সমস্যা কমাতে এবং উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে হলুদের জুড়ি মেলা ভার। কিন্তু ভুলেও গোলমরিচ, ধনে, লঙ্কা গুঁড়োর মতো মশলা মুখে মাখবেন না। এতে ত্বকের প্রদাহ বাড়বে।

ত্বকের সমস্যা কমাতে এবং উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে হলুদের জুড়ি মেলা ভার। কিন্তু ভুলেও গোলমরিচ, ধনে, লঙ্কা গুঁড়োর মতো মশলা মুখে মাখবেন না। এতে ত্বকের প্রদাহ বাড়বে।

4 / 8
ভিটামিন সি ত্বকের জন্য অপরিহার্য। রোজের খাদ্যতালিকায় যত বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার থাকবে ত্বকের জেল্লা বাড়বে। কিন্তু ভুলেও ত্বকে ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস মাখবেন না। অর্থাৎ, লেবুর রস মাখা যাবে না। এতে কিন্তু ত্বকের সমস্যা বাড়তে পারে।

ভিটামিন সি ত্বকের জন্য অপরিহার্য। রোজের খাদ্যতালিকায় যত বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার থাকবে ত্বকের জেল্লা বাড়বে। কিন্তু ভুলেও ত্বকে ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস মাখবেন না। অর্থাৎ, লেবুর রস মাখা যাবে না। এতে কিন্তু ত্বকের সমস্যা বাড়তে পারে।

5 / 8
অনেকেই ত্বক ও চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করে থাকেন। কিন্তু সব ধরনের ত্বকের জন্য অ্যাপেল সাইডার ভিনিগার নয়। সেনসিটিভ ত্বকে অ্যাপেল সাইডার ভিনিগার মাখলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার।

অনেকেই ত্বক ও চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করে থাকেন। কিন্তু সব ধরনের ত্বকের জন্য অ্যাপেল সাইডার ভিনিগার নয়। সেনসিটিভ ত্বকে অ্যাপেল সাইডার ভিনিগার মাখলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার।

6 / 8
ত্বকে ভুলেও মাখবেন না বেকিং সোডা। অনেকেই বডি স্ক্রাব হিসেবে বেকিং সোডা ব্যবহার করেন। কিন্তু এই উপাদান ত্বকের উপর প্রদাহ তৈরি করে। দাগছোপ, ফুসকুড়ির সমস্যাও বাড়তে পারে।

ত্বকে ভুলেও মাখবেন না বেকিং সোডা। অনেকেই বডি স্ক্রাব হিসেবে বেকিং সোডা ব্যবহার করেন। কিন্তু এই উপাদান ত্বকের উপর প্রদাহ তৈরি করে। দাগছোপ, ফুসকুড়ির সমস্যাও বাড়তে পারে।

7 / 8
ত্বকে অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড অয়েল মাখা যায়। বাঙালিদের প্রিয় সর্ষের তেলও মাখতে পারেন। কিন্তু সাদা তেল বা যে সব তেল দিয়ে রান্না করা হয়, সেগুলো মুখে মাখতে পারেন। ত্বকের যত্নে ফেসিয়াল অয়েল বা বডি অয়েলই ভাল।

ত্বকে অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড অয়েল মাখা যায়। বাঙালিদের প্রিয় সর্ষের তেলও মাখতে পারেন। কিন্তু সাদা তেল বা যে সব তেল দিয়ে রান্না করা হয়, সেগুলো মুখে মাখতে পারেন। ত্বকের যত্নে ফেসিয়াল অয়েল বা বডি অয়েলই ভাল।

8 / 8
Follow Us: