Dutch Footballer: ডাচ ফুটবলারদের এই সুন্দরী সঙ্গিনীদের চেনেন

Nov 23, 2022 | 11:25 AM
TV9 Bangla Digital

| Edited By: অংশুমান গোস্বামী

Nov 23, 2022 | 11:25 AM

মিকি কিমেনে। ফ্রেঙ্কি ডি জংয়ের বান্ধবী। নিজেও হকি খেলোয়াড় ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত সংখ্যা ১৫ লক্ষেরও বেশি।

মিকি কিমেনে। ফ্রেঙ্কি ডি জংয়ের বান্ধবী। নিজেও হকি খেলোয়াড় ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত সংখ্যা ১৫ লক্ষেরও বেশি।

1 / 7
অ্যানিকি মোলেনার। ব্রায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ম্যাথিজ ডি লিটের প্রেমিকা তিনি। এই মডেলের সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়।

অ্যানিকি মোলেনার। ব্রায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ম্যাথিজ ডি লিটের প্রেমিকা তিনি। এই মডেলের সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়।

2 / 7
ক্যান্ডি রে ফ্লিউয়। ডাচ ফুটবলার ডালে ব্লিন্ডের স্ত্রী তিনি। পেশাদার নৃত্যশিল্পী তিনি। এমটিভি ইএমএ-তে অনুষ্ঠানও করেছেন।

ক্যান্ডি রে ফ্লিউয়। ডাচ ফুটবলার ডালে ব্লিন্ডের স্ত্রী তিনি। পেশাদার নৃত্যশিল্পী তিনি। এমটিভি ইএমএ-তে অনুষ্ঠানও করেছেন।

3 / 7
চানা কেসেলার। এই ফ্যাশন স্টাইলিস্ট ভেন বটম্যানের প্রেমিকা।

চানা কেসেলার। এই ফ্যাশন স্টাইলিস্ট ভেন বটম্যানের প্রেমিকা।

4 / 7
কেইলি একে। নাথান একের স্ত্রী। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের এ বছর বিয়ে করেছেন তাঁরা। কেইলির নিজস্ব অন্তর্বাস তৈরির সংস্থা রয়েছে।

কেইলি একে। নাথান একের স্ত্রী। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের এ বছর বিয়ে করেছেন তাঁরা। কেইলির নিজস্ব অন্তর্বাস তৈরির সংস্থা রয়েছে।

5 / 7
রাইক নুইটগেদাগ। ভির্জিল ভ্যানস ডিজের স্ত্রী। নিজের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখেন। তাই খুব বেশি তাঁকে দেখা যায় না।

রাইক নুইটগেদাগ। ভির্জিল ভ্যানস ডিজের স্ত্রী। নিজের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখেন। তাই খুব বেশি তাঁকে দেখা যায় না।

6 / 7
ডইনা তুরকানু। স্টেফান ডি ভিজের স্ত্রী। ইন্টেরিয়র ডিজাইনার তিনি। মিলানে নিজস্ব স্টুডিও রয়েছে তাঁর।

ডইনা তুরকানু। স্টেফান ডি ভিজের স্ত্রী। ইন্টেরিয়র ডিজাইনার তিনি। মিলানে নিজস্ব স্টুডিও রয়েছে তাঁর।

7 / 7

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla