Women’s Health: সাবধান! ঋতুস্রাবের সময় হওয়া এই সমস্যাগুলি একেবারেই এড়িয়ে যাবেন না

সবার পিরিয়ড সাইকেল সমান হয় না। কারোর খুবই বেদনাদায়ক কাটে, আবার কারোর আরও অন্যান্য সমস্যা দেখা দেয়। কিন্তু কোন সমস্যাগুলি জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে জানেন? তাই সময় থাকতে সতর্ক হয়ে যান এবং নিম্নলিখিত সমস্যাগুলির মধ্যে একটিরও সম্মুখীন হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

| Edited By: | Updated on: Dec 02, 2021 | 9:10 AM
পিরিয়ডের প্রথম দিন, অথবা প্রথম দুই দিন অনেক মহিলাদেরই ভারী ঋতুস্রাবে হয়। কিন্তু যদি আপনি দেখেন, চার-পাঁচদিন ধরেই ফ্লো অত্যন্ত বেশি তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

পিরিয়ডের প্রথম দিন, অথবা প্রথম দুই দিন অনেক মহিলাদেরই ভারী ঋতুস্রাবে হয়। কিন্তু যদি আপনি দেখেন, চার-পাঁচদিন ধরেই ফ্লো অত্যন্ত বেশি তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

1 / 6
এমনকি যদি প্রথম দুদিনের ফ্লো এতটাই বেশি যে প্রতি ৩০ মিনিট অন্তর ন্যাপকিন বদলাতে হচ্ছে, আর এই একই সমস্যা যদি চতুর্থ ও পঞ্চম দিনে গিয়েও না কমে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

এমনকি যদি প্রথম দুদিনের ফ্লো এতটাই বেশি যে প্রতি ৩০ মিনিট অন্তর ন্যাপকিন বদলাতে হচ্ছে, আর এই একই সমস্যা যদি চতুর্থ ও পঞ্চম দিনে গিয়েও না কমে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

2 / 6
মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লাড ক্লট হওয়া স্বাভাবিক। কিন্তু এর পরিমাণ বেশি হলে চিকিৎসককে দেখিয়ে নিন। অনেক সময় এভাবেই মিসক্যারেজ হয়ে যায়। সেক্ষেত্রে কোনও মহিলা যে সন্তানসম্ভবা, কিন্তু অনেক সময় অজানা থেকে যায়।

মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লাড ক্লট হওয়া স্বাভাবিক। কিন্তু এর পরিমাণ বেশি হলে চিকিৎসককে দেখিয়ে নিন। অনেক সময় এভাবেই মিসক্যারেজ হয়ে যায়। সেক্ষেত্রে কোনও মহিলা যে সন্তানসম্ভবা, কিন্তু অনেক সময় অজানা থেকে যায়।

3 / 6
সাধারণত ঋতুস্রাব চক্র চলে চার থেকে সাতদিন। যদি আপনার চক্র ১০ বা তার বেশি দিন থাকে, তাহলে সর্তক হন। অনেক সময় হরমোনের ভারসাম্যের অভাবে এই সমস্যা দেখা দেয়।

সাধারণত ঋতুস্রাব চক্র চলে চার থেকে সাতদিন। যদি আপনার চক্র ১০ বা তার বেশি দিন থাকে, তাহলে সর্তক হন। অনেক সময় হরমোনের ভারসাম্যের অভাবে এই সমস্যা দেখা দেয়।

4 / 6
ঋতুস্রাব সাধারণত ২৫ থেকে ৩২ দিন অন্তর হয়। কিন্তু আপনার ক্ষেত্রে তা যদি ১৫ বা ২০ দিনের অন্তরে হয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে মেনোপজের সময় এগিয়ে এলে এই সমস্যা হতে পারে।

ঋতুস্রাব সাধারণত ২৫ থেকে ৩২ দিন অন্তর হয়। কিন্তু আপনার ক্ষেত্রে তা যদি ১৫ বা ২০ দিনের অন্তরে হয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রে মেনোপজের সময় এগিয়ে এলে এই সমস্যা হতে পারে।

5 / 6
অনেক সময় হরমোনের ভারসাম্যের অভাবের কারণে একটা ঋতুস্রাব চক্র শেষ হওয়ার পর থেকে আর একটা চক্র শুরু হওয়ার মধ্যের সময়ে হঠাৎ করে সামান্য রক্তপাত হয়। এই ধরনের ঘটনা ঘটলে চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

অনেক সময় হরমোনের ভারসাম্যের অভাবের কারণে একটা ঋতুস্রাব চক্র শেষ হওয়ার পর থেকে আর একটা চক্র শুরু হওয়ার মধ্যের সময়ে হঠাৎ করে সামান্য রক্তপাত হয়। এই ধরনের ঘটনা ঘটলে চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

6 / 6
Follow Us: