Ravindra Jadeja: ভারতের বিশ্বজয়ের ২৪ ঘণ্টাও কাটেনি, এ বার বিরাট-রোহিতের পথে রবীন্দ্র জাডেজা
T20 World Cup 2024: ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর ২৪ ঘণ্টা এখনও হয়নি। তারই মাঝে দেশের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।
কলকাতা: বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) ট্রফির শাপমোচন করেছে ভারত। টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের ২৪ ঘণ্টা এখনও কাটেনি। তার মধ্যেই এ বার বিরাট কোহলি, রোহিত শর্মার পথে হাঁটালেন রবীন্দ্র জাডেজা। বিশ্বকাপে ম্যাচের সেরার পুরস্কার হাতে পাওয়ার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট। তারপর প্রেস কনফারেন্সে রোহিত জানিয়ে দেন, তিনি আর দেশের হয়ে টি-২০ ক্রিকেট খেলবেন না। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর ২৪ ঘণ্টা এখনও হয়নি। তারই মাঝে দেশের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।
রবি-বিকেলে এমন ঝটকা যে দেবেন জাড্ডু, তা হয়তো ভাবতেই পারেননি ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ইন্সটাগ্রামে পোস্ট করে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন রবীন্দ্র জাডেজা। নিজের যে ছবি শেয়ার করে অবসরের কথা লিখেছেন জাডেজা, তাতে তাঁর মুখে চওড়া হাসি, হাতে বিশ্বকাপ ট্রফি।
দেশের হয়ে টি-২০ ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে ইন্সটাগ্রামে জাডেজা লেখেন, ‘আমি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। গর্বিত ঘোড়ার মতো, আমি সব সময় আমার দেশের জন্য সেরাটা দিয়েছি। অন্যান্য ফর্ম্যাটে খেলা চালিয়ে যাব। আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হয়েছে। সকলকে জানাই ধন্যবাদ। অনেক স্মৃতি তৈরি হয়েছে। প্রচুর সমর্থন পেয়েছি। জয় হিন্দ।’
View this post on Instagram
২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে রবীন্দ্র জাডেজার দেশের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল। ভারতের হয়ে ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন জাডেজা। তার মধ্যে ৭১টি ইনিংসে তিনি ৫৪টি উইকেট নিয়েছেন। এই ফর্ম্যাটে তাঁর সেরা বোলিং ফিগার ৩/১৫। ভারতের হয়ে তিনি ৪১টি টি-২০ ইনিংসে করেছেন ৫১৫ রান।