Syed Mustaq Ali T20: জয় দিয়ে যাত্রা শুরু বাংলার
ম্যাচ জয়ের পর বাংলার অধিনায়ক বলেন, 'দল হিসেবে আমরা পারফর্ম করেছি। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ভালো পারফর্ম করেছি। ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।' আগামিকাল বরোদার বিরুদ্ধে নামবে বাংলা।
বর্ষাপাড়া: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে (Syed Mustaq Ali T20) জয় দিয়ে অভিযান শুরু বাংলার (Bengal)। বোর্ডের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে অভিযানেই দুরন্ত বোলিং বঙ্গব্রিগেডের। অধিনায়ক হিসেবে এ দিন অভিষেক হয় সুদীপ চট্টোপাধ্যায়ের (Sudip Chatterjee)। তিনি নিজেও দুরন্ত পারফর্ম করে বাংলাকে জয় এনে দিলেন। ছত্তিশগড়কে ৭ উইকেটে হারাল অরুণ লালের ছেলেরা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। শুরু থেকেই ছত্তিশগড়ের ব্যাটিং লাইনআপে থাবা বসান বাংলার বোলাররা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ছত্তিশগড়। ওপেনার হেরওয়াড়কার সর্বোচ্চ ৭৩ করেন। অজয় মণ্ডল করেন ২৫ রান। বাকি ক্রিকেটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। মুকেশ কুমার নেন দুটি উইকেট। একটি করে উইকেট সংগ্রহ করেন ঋত্বিক চট্টোপাধ্যায়, আকাশদীপ, শাহবাজ আহমেদ আর করণ লাল।
রান তাড়া করতে নেমে ১৭ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। ক্যাপ্টেন সুদীপ চট্টোপাধ্যায় ৫১ রানে অপরাজিত থাকেন। ২৪ রান করেন ঋদ্ধিমান সাহা। মুস্তাক আলি শুরুর আগে অনুষ্টুপ মজুমদারকে বাদ দিয়ে সুদীপকে দলনায়ক করায় অনেক সমালোচনা হয়েছিল। প্রথম ম্যাচে অবশ্য সমস্ত সমালোচনা ঢেকে দিলেন সুদীপ। ম্যাচ জয়ের পর বাংলার অধিনায়ক বলেন, ‘দল হিসেবে আমরা পারফর্ম করেছি। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ভালো পারফর্ম করেছি। ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য।’ আগামিকাল বরোদার বিরুদ্ধে নামবে বাংলা।
অন্য ম্যাচে ৫৪ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মুম্বইয়ের অজিঙ্কা রাহানে। তবে রান পাননি পৃথ্বী শ, যশস্বী জসওয়ালরা। যদি ম্যাচে মুম্বইকে ৯ রানে হারায় কর্ণাটক। কর্ণাটকের হয়ে ৮৪ রান করেন মণীশ পাণ্ডে।
আরও পড়ুন: Xavi Barcelona: জাভিকে ফেরাতে আল সাদের সঙ্গে আলোচনায় বার্সেলোনা