Hardik Pandya: ফোনের ওপারে নাতাশা! মাঠে বসেই ভিডিয়ো কল হিরো হার্দিক পান্ডিয়ার…
T20 World Cup 2024: এ বারের টি-৩০ বিশ্বকাপ ভারত জেতার পরও নিরুত্তাপ রয়েছেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্তানকোভিচ। ফাইনালের পরও হার্দিককে নিয়ে বা টিম ইন্ডিয়াকে নিয়ে কোনও পোস্ট করেননি তিনি। এর মাঝে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে হার্দিকের ভিডিয়ো কল করার এক ছবি।
কলকাতা: বার্বাডোজে ভারতের বিশ্বজয়ের হিরো বনে গিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কয়েক মাস আগেও তাঁকে বিদ্রুপের পাত্র হতে হয়েছিল। এ বার সেই তিনিই টিম ইন্ডিয়ার হিরো। প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ ওভারে রোহিত বল তুলে দিয়েছিলেন হার্দিকের হাতে। তখন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ১৬ রান। প্রথম বলেই ডেভিড মিলারকে ফেরান হার্দিক। ১৯.১ ওভারে বাউন্ডারি লাইনের সামনে অনবদ্য ক্যাচ সূর্যকুমার যাদবের। সেই সময় গ্যালারিতে থাকা দর্শকদের চিৎকারের আওয়াজ ১২১ ডেসিবল ছুঁয়েছিল। শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে ফাইনালের হিরো হয়েছেন হার্দিক। ম্যাচ শেষে চোখ বেয়ে তার খুশির কান্না বাঁধ মানেনি। ফাইনালের পর হার্দিকের বিভিন্ন ছবি, ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। তার মধ্যে একটি ছবিতে দেখা যায় মাঠে বসেই ভিডিয়ো কল করছিলেন হার্দিক। স্ত্রী নাতাশা স্তানকোভিচই (Natasa Stankovic) কি ছিলেন ফোনের ওপারে?
এ বারের বিশ্বকাপ ভারত জেতার পরও নিরুত্তাপ রয়েছেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্তানকোভিচ। ফাইনালের পরও হার্দিককে নিয়ে বা টিম ইন্ডিয়াকে নিয়ে কোনও পোস্ট করেননি তিনি। এর মাঝে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে হার্দিকের ভিডিয়ো কল করার এক ছবি। যেখানে দেখা যায় চ্যাম্পিয়নের মেডেল গলায় ঝুলিয়ে মাঠে বসে ফোন হাতে নিয়ে ভিডিয়ো কল করছেন তিনি। ওই ইন্সটাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে বেশিরভাগই লিখেছেন, হার্দিক হয়তো ক্রুণালকে ভিডিয়ো কল করছিলেন। কেউ কেউ আবার লিখেছেন, হার্দিক ভিডিয়ো কলে তাঁর মায়ের সঙ্গে কথা বলছেন। উৎসাহী নেটিজ়েনদের মধ্যে একজন লেখেন, ‘নাতাশাই ছিলেন ফোনের অপর প্রান্তে।’
View this post on Instagram
সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সঙ্গে কিছুদিন ধরে হার্দিক পান্ডিয়ার ডিভোর্সের খবর ছড়িয়েছিল। তাঁরা দু’জন অবশ্য এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। নেটপাড়া ধরে নিয়েছিল তাঁদের সম্পর্কে চিঁড় ধরেছে। কিন্তু ওই যে বলে— ব্রহ্মা জানেন গোপন কম্মোটি… ঠিক সেটাই যেন ফুটে উঠছে হার্দিক-নাতাশার সম্পর্কের সমীকরণে।