IND vs SL Squad: রিঙ্কু সিং না শিবম দুবে? শ্রীলঙ্কা সফরে ভারতের স্কোয়াড যেমন হতে পারে…

India Tour of Sri Lanka: টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২৭ জুলাই। ২ অগস্ট শুরু ওয়ান ডে সিরিজ। টি-টোয়েন্টি তিনটি হবে পাল্লেকেলেতে। ওয়ান ডে ম্যাচগুলি কলম্বোয়। কেমন হতে পারে টি-টোয়েন্টি স্কোয়াড? ওপেনিং কম্বিনেশনে প্রথম পছন্দ শুভমন গিল, যশস্বী জয়সওয়াল। বিকল্প হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা আলোচনায়। ঋতুরাজ সিনিয়র।

IND vs SL Squad: রিঙ্কু সিং না শিবম দুবে? শ্রীলঙ্কা সফরে ভারতের স্কোয়াড যেমন হতে পারে...
Image Credit source: IPL
Follow Us:
| Updated on: Jul 16, 2024 | 12:55 PM

ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। শীঘ্রই দল ঘোষণা হবে। হয়তো আজও হতে পারে। দল নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর ও হেড কোচ গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে ভারত। সেখানে তরুণ দল পাঠিয়ে ৪-১ ব্যবধানে জয়। সেই স্কোয়াডের অনেকেই জায়গা করে নেবেন শ্রীলঙ্কা সফরেও। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফরম্যাটকে দেশের জার্সিতে বিদায় জানিয়েছেন। কেমন হতে পারে শ্রীলঙ্কা সফরের স্কোয়াড?

টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট, রোহিত, জাডেজা নেই। ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাকেও। তবে বিশ্বকাপের বাকি সিনিয়র প্লেয়াররা ফিরছেন। ফলে জিম্বাবোয়েতে ভালো খেললেই জায়গা ধরে রাখা যাবে, এই নিশ্চয়তা নেই। প্রথম সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রিয়ান পরাগ, তুষার দেশপান্ডেরা। সাই সুদর্শন অভিষেক টি-টোয়েন্টিতে ব্যাটিংই পাননি। ধ্রুব জুরেলও সেই অর্থে নজর কাড়তে পারেননি। এই সিরিজে ঋষভ পন্থ ফিরলে দ্বিতীয় কিপার হিসেবে থাকছেন সঞ্জু স্যামসন।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২৭ জুলাই। ২ অগস্ট শুরু ওয়ান ডে সিরিজ। টি-টোয়েন্টি তিনটি হবে পাল্লেকেলেতে। ওয়ান ডে ম্যাচগুলি কলম্বোয়। কেমন হতে পারে টি-টোয়েন্টি স্কোয়াড? ওপেনিং কম্বিনেশনে প্রথম পছন্দ শুভমন গিল, যশস্বী জয়সওয়াল। বিকল্প হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা আলোচনায়। ঋতুরাজ সিনিয়র। জিম্বাবোয়েতেও সীমিত সুযোগে নজর কেড়েছেন। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। অভিষেক শর্মার এই সিরিজেই অভিষেক। একটি সেঞ্চুরি করেছেন। বল হাতে উইকেটও নিয়েছেন। নিঃসন্দেহে তাঁকে নিয়ে জোরালো আলোচনা হবে।

জাডেজা না থাকায় অক্ষরের সঙ্গে অভিষেককে দ্বিতীয় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হতে পারে। সেক্ষেত্রে ঋতুরাজও হয়তো থাকবেন। স্পিন আক্রমণে কুলদীপের সঙ্গে আসতে পারেন রবি বিষ্ণোই। ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। যুজবেন্দ্র চাহালের পক্ষে টিমে জায়গা করে নেওয়া কঠিন। পেস বোলিংয়ে সিরাজ, অর্শদীপরা ফিরছেন। সঙ্গে থাকছেন হার্দিক পান্ডিয়া। ফলে বিকল্প পেসার হিসেবে যদি আর কাউকে নেওয়া হয়, সেক্ষেত্রে লড়াই মুকেশ কুমার এবং আবেশ খানের মধ্যে। মুকেশ ধারাবাহিক পারফর্ম করেছেন। আবেশের ব্যাটিংয়ের হাতও ভালো। গম্ভীরের কোচিংয়ে খেলেছেন।

ওয়ান ডে স্কোয়াডে ফেরার প্রবল সম্ভাবনা শ্রেয়স আইয়ারের। ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে চোটের জন্য দু-ম্যাচের পরই সরে দাঁড়াতে হয়। ফিট হয়ে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে না খেলা নিয়ে বোর্ডের রোষে পড়েন। যদিও রঞ্জি ট্রফি সেমিফাইনাল ও ফাইনাল খেলেছিলেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে অবশ্য বাদ পড়েছিলেন। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন। এ বার ওয়ান ডে স্কোয়াডে ফেরার সম্ভাবনা প্রবল। তেমনই ওয়ান ডে ফিরতে চলেছেন লোকেশ রাহুলও।

ফিনিশারের ভূমিকায় অবশ্য রিঙ্কু সিং বনাম শিবম দুবে লড়াই জারি। হার্দিক স্কোয়াডে থাকায় শিবমের সম্ভাবনা ক্ষীণ। কারণ, তাঁকে মূলত অলরাউন্ডার হিসেবেই রাখা হয়। যদিও তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট কিংবা বোলিং কোনওটাই ধারাবাহিক নয়। ফিল্ডিংয়ের দিক থেকেও পিছিয়ে। ফলে রিঙ্কু সিংয়ের সম্ভাবনাই বেশি স্কোয়াডে থাকার। চমক হতে পারেন এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদব!