IPL Auction: জানুয়ারির প্রথম সপ্তাহেই হয়তো আইপিএল নিলাম
বিতর্ক যাই থাকুক না কেন, আইপিএল-১৫ আয়োজন করা বোর্ডের কাছে বেশ চ্যালেঞ্জিং। ম্যাচের সংখ্যা এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। সুষ্ঠু ভাবে পুরো টুর্নামেন্ট আয়োজন করার জন্য বছরের শুরু থেকেই যাবতীয় কিছু গুছিয়ে নিতে চাইছে বোর্ড।
দুবাই: আগামী আইপিএল (IPL) মরসুমে ১০টা টিমকে খেলতে দেখা যাবে। আর তার জন্য যে মেগা-নিলাম (IPL Auction), তা হবে আগামী বছরের শুরুতেই। জানুয়ারি মাসে প্রথম সপ্তাহেই নিলাম সেরে ফেলতে চাইছে আইপিএল গর্ভনিং বডি। আর তার জন্য টিমগুলোকে তাদের রিটেইন বা রেখে দেওয়া প্লেয়ারের তালিকা দ্রুত তৈরি করে ফেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই।
গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলছেন, ‘আগামী ৭-৮ দিনের মধ্যে পরবর্তী মরসুমের জন্য যাবতীয় কিছু ঠিক করে ফেলা হবে। কবে নিলাম, তাও জানিয়ে দেওয়া হবে। আমরা মৌখিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, ওদের রেখে দেওয়া প্লেয়ারদের তালিকা তৈরি করে ফেলতে। রিটেইনশনের শেষ দিন, নিলামের জন্য কত অর্থ নির্ধারিত করা হবে এবং নিলামের দিনক্ষণ, সবই ঠিক হয়ে যাবে।’
আটটা পুরনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ বার দুটো নতুন টিম যুক্ত হবে। কলকাতার সংস্থা আরপিএসজি গ্রুপের সঙ্গে আমেরিকান সংস্থা সিভিসি ক্যাপিটালসও টিম কিনেছে। এই সিভিসি নিয়ে অবশ্য বিতর্ক দেখা দিয়েছে। নানা বেটিং সংস্থায় তারা অর্থ লগ্নি করে, এই অভিযোগ উঠেছে। বোর্ডের তরফে অবশ্য তা নিয়ে এখনও কিছু বলা হয়নি। একটা মহল পরিষ্কার বলছে, দরপত্র জমা দেওয়ার পর সব সংস্থা নিয়েই বিস্তারিত খোঁজখবর নিয়ে তবেই টিম কেনার নিলামের তাদের রাখা হয়েছিল। ফলে, এই রকম ভুল বিসিসিআই করবে না।
বিতর্ক যাই থাকুক না কেন, আইপিএল-১৫ আয়োজন করা বোর্ডের কাছে বেশ চ্যালেঞ্জিং। ম্যাচের সংখ্যা এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। সুষ্ঠু ভাবে পুরো টুর্নামেন্ট আয়োজন করার জন্য বছরের শুরু থেকেই যাবতীয় কিছু গুছিয়ে নিতে চাইছে বোর্ড। রিটেইশন পলিসি নিয়ে প্রথম দিকে কিছুটা জটিলতা ছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কয়েক দফা কথা বলার পর তা মেটানো গিয়েছে। আসলে পুরনো টিমগুলোর সঙ্গে নতুন টিমগুলোর কোনও ফারাক রাখতে চাইছে না বোর্ড। কোনও টিম যাতে বাড়তি অ্যাডভান্টেজ না পায়, সেই কারণেই এই সিদ্ধান্ত বোর্ডের।
আরও পড়ুন: T20 World Cup 2021: কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় হার্দিক-ভুবির বদলি চাইছেন সুনীল গাভাসকর
আরও পড়ুন: Shreyas Iyer: ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য দিল্লি ছাড়তে পারেন শ্রেয়স আইয়ার: সূত্র