Bengal Practice: বাংলার কোচ হিসেবে কাজ শুরু লক্ষ্মীরতন শুক্লার

ক্রিকেট থেকে রাজনীতি। ফের ক্রিকেট। তবে বাইগ গজে নয়, বাংলার কোচ হিসেবে। বাংলা দলের নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লা নয়া উদ্যোমে শুরু করে দিলেন কাজ।

| Edited By: | Updated on: Aug 04, 2022 | 7:45 AM
 ক্রিকেট থেকে রাজনীতি। ফের ক্রিকেট। তবে বাইগ গজে নয়, বাংলার কোচ হিসেবে। বাংলা দলের নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লা নয়া উদ্যোমে শুরু করে দিলেন কাজ। (ছবি নিজস্ব)

ক্রিকেট থেকে রাজনীতি। ফের ক্রিকেট। তবে বাইগ গজে নয়, বাংলার কোচ হিসেবে। বাংলা দলের নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লা নয়া উদ্যোমে শুরু করে দিলেন কাজ। (ছবি নিজস্ব)

1 / 6
বুধবার ইডেন গার্ডেন্সের ইন্ডোরে লক্ষ্মীরতনের তত্ত্বাবধানে আসন্ন মরসুমের জন্য শুরু হয় বাংলা দলের অনুশীলন। ছিলেন সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী। (ছবি নিজস্ব)

বুধবার ইডেন গার্ডেন্সের ইন্ডোরে লক্ষ্মীরতনের তত্ত্বাবধানে আসন্ন মরসুমের জন্য শুরু হয় বাংলা দলের অনুশীলন। ছিলেন সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী। (ছবি নিজস্ব)

2 / 6
প্রধান এবং সহকারী কোচের তত্ত্বাবধানে চলে ব্যাটিং এবং বোলিং স্কিল সেটের প্র্যাকটিস। শুকনো ও ভেজা টেনিস বলের পাশাপাশি প্লাস্টিক বল দিয়েও অনুশীলন করানো হয়। তাই দিয়ে হুক, সুইপ শট মারা অনুশীলন করলেন ক্রিকেটাররা।(ছবি নিজস্ব)

প্রধান এবং সহকারী কোচের তত্ত্বাবধানে চলে ব্যাটিং এবং বোলিং স্কিল সেটের প্র্যাকটিস। শুকনো ও ভেজা টেনিস বলের পাশাপাশি প্লাস্টিক বল দিয়েও অনুশীলন করানো হয়। তাই দিয়ে হুক, সুইপ শট মারা অনুশীলন করলেন ক্রিকেটাররা।(ছবি নিজস্ব)

3 / 6
প্রাক মরসুম অনুশীলনে উপস্থিত ছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। এদিন পাঁচ ঘণ্টা ধরে প্র্যাকটিস চলে। এরপর অনুশীলনের সময় বেড়ে ছয় ঘণ্টার বেশি হবে বলে জানিয়েছেন নয়া হেড কোচ।(ছবি নিজস্ব)

প্রাক মরসুম অনুশীলনে উপস্থিত ছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। এদিন পাঁচ ঘণ্টা ধরে প্র্যাকটিস চলে। এরপর অনুশীলনের সময় বেড়ে ছয় ঘণ্টার বেশি হবে বলে জানিয়েছেন নয়া হেড কোচ।(ছবি নিজস্ব)

4 / 6
সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলেন, "প্রথম দিন দারুণ সেশন হয়েছে। টুর্নামেন্ট শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তাই এটাই প্রস্তুতির সঠিক সময়।"(ছবি নিজস্ব)

সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলেন, "প্রথম দিন দারুণ সেশন হয়েছে। টুর্নামেন্ট শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তাই এটাই প্রস্তুতির সঠিক সময়।"(ছবি নিজস্ব)

5 / 6
গত মরসুমে ভালো খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলা। সেই হতাশা ঝেড়ে আসন্ন মরসুমের জন্য প্রস্তুত হচ্ছে বাংলা।(ছবি নিজস্ব)

গত মরসুমে ভালো খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলা। সেই হতাশা ঝেড়ে আসন্ন মরসুমের জন্য প্রস্তুত হচ্ছে বাংলা।(ছবি নিজস্ব)

6 / 6
Follow Us: