World Cup Qualifiers 2022: কাতারের টিকিট নিশ্চিত করে ফেললেন মেসিরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 17, 2021 | 3:33 PM

গত ম্যাচে উরুগুয়েকে হারানোর পর এদিন ব্রাজিলের সঙ্গে ড্র। দলের খেলায় খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রাক বিশ্বকাপে এখনও একটা ম্যাচও হারেনি ব্রাজিল। তাই লড়াই স্বভাবতই অনেকটা কঠিন ছিল। একই সঙ্গে অপরাজিত রেকর্ডও ধরে রাখল আর্জেন্টিনা। টানা ২৭ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল। এদিকে ম্যাচ শুরুর আগে সতীর্থ সের্জিও আগুয়েরোর দ্রুত আরোগ্য কামনা চেয়ে প্রার্থনা করেন মেসিরা।

World Cup Qualifiers 2022: কাতারের টিকিট নিশ্চিত করে ফেললেন মেসিরা
আর্জেন্টিনা। ছবি: টুইটার

Follow Us

বুয়েনস আইরেস: কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেললেন মেসিরা (Lionel Messi)। প্রাক বিশ্বকাপে আজ ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা (Argentina)। তবে অন্য ম্যাচে চিলি হারতেই কাতারের টিকিট পাকা হয়ে যায় মেসিদের।

 

কোপা আমেরিকা ফাইনালের পর মাঝে দুই দেশ মুখোমুখি হলেও কোভিডের কারণে খেলার ৫ মিনিট পরই সেই ম্যাচ স্থগিত হয়ে যায়। অনেক দিন বাদে ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে খেললেন মেসিরা। ম্যাচ ঘিরে আগ্রহ ছিল তুমুল। যদিও মাঠে নিষ্প্রভই দেখাল মেসিকে। পুরো ৯০ মিনিট খেললেও ছন্দে পাওয়া গেল না তাঁকে। শেষের দিকে কয়েক বার ব্রাজিলের বক্সে হানা দিলেন ঠিকই, কিন্তু তাঁর খেলায় সেই ঝাঁঝ দেখা গেল না। চোটের জন্য এ দিন মাঠে ছিলেন না নেইমার। তবে ব্রাজিলের তরুণ ফুটবলার ভিনিশিয়াস জুনিয়র দারুণ খেললেন। বেশ কয়েকবার আর্জেন্টিনার বক্সে আক্রমণও শানালেন। যদিও তা ফলপ্রসূ হয়নি।

 

গত ম্যাচে উরুগুয়েকে হারানোর পর এদিন ব্রাজিলের সঙ্গে ড্র। দলের খেলায় খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রাক বিশ্বকাপে এখনও একটা ম্যাচও হারেনি ব্রাজিল। তাই লড়াই স্বভাবতই অনেকটা কঠিন ছিল। একই সঙ্গে অপরাজিত রেকর্ডও ধরে রাখল আর্জেন্টিনা। টানা ২৭ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল। এদিকে ম্যাচ শুরুর আগে সতীর্থ সের্জিও আগুয়েরোর দ্রুত আরোগ্য কামনা চেয়ে প্রার্থনা করেন মেসিরা।

 

 

১৩ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আর্জেন্টিনা। ৩৫ পয়েন্ট পেয়ে শীর্ষে ব্রাজিল। আগেই কাতারের টিকিট নিশ্চিত করে ফেলেছে সেলেকাওরা। আর্জেন্টিনার পরে রয়েছে ইকুয়েডর (১৪ ম্যাচে ২৩ পয়েন্ট), কলম্বিয়া (১৪ ম্যাচে ১৭ পয়েন্ট)। পঞ্চম স্থানে আছে পেরু। ৬ আর ৭ নম্বরে চিলি ও উরুগুয়ে। যা পরিস্থিতি তাতে বিশ্বকাপের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে সুয়ারেজদের।

 

আরও পড়ুন: India vs New Zealand : উইলিয়ামসনের পর টি-টোয়েন্টি সিরিজ থেকে সরলেন জেমিসন

Next Article