দশ জনের সিটিকে হারাল ব্রাইটন

এগিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে মঙ্গলবার ব্রাইটনের ( Brighton) কাছে ৩-২ হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। লিগ তালিকার ১৫ নম্বরে থাকা দলের কাছে হারতে হল পেপ গুয়ার্দিওলার ছেলেদের। ম্যাচের ১০ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যান সিটির কান্সেলো। ১৯৮৯ সালের এপ্রিলের পর এই প্রথম সিটির বিরুদ্ধে জয় পেল ব্রাইটন। এই ম্যাচে হারলেও, ৩৭ ম্যাচের পর ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষেই রয়েছেন ফিল ফডেনরা। সমসংখ্যাক ম্যাচে খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭১। তিন নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৬৭। ইতিমধ্যেই ইপিএল খেতাব জিতে গেছে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। ব্রাইটনের কাছে এই ম্যাচে হারলেও, সিটির সামনে বড় লক্ষ্য রয়েছে। ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তাতে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তোলাই লক্ষ্য গুয়ার্দিওলাদের।

| Updated on: May 19, 2021 | 8:02 PM
ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন গুন্দোগান। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন গুন্দোগান। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

1 / 5
৪৮ মিনিটে ব্যবধান বাড়ান সিটির তরুণ ফুটবলার ফিল ফডেন।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৪৮ মিনিটে ব্যবধান বাড়ান সিটির তরুণ ফুটবলার ফিল ফডেন।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 5
৫০ মিনিটে ব্রাইটনের হয়ে এক গোল শোধ করেন ট্রসার্ড।(সৌজন্যে-ব্রাইটন টুইটার)

৫০ মিনিটে ব্রাইটনের হয়ে এক গোল শোধ করেন ট্রসার্ড।(সৌজন্যে-ব্রাইটন টুইটার)

3 / 5
৭২ মিনিটে অ্যাডাম ওয়েবস্টারের গোলে সমতায় ফেরে ব্রাইটন।(সৌজন্যে-ব্রাইটন টুইটার)

৭২ মিনিটে অ্যাডাম ওয়েবস্টারের গোলে সমতায় ফেরে ব্রাইটন।(সৌজন্যে-ব্রাইটন টুইটার)

4 / 5
ম্যাচের ৭৬ মিনিটে ব্রাইটনের হয়ে জয়সূচক গোলটি করেন ড্যান ব্রুণ। পাশাপাশি প্রিমিয়ার লিগে এটাই তাঁর প্রথম গোল। (সৌজন্যে-ব্রাইটন টুইটার)

ম্যাচের ৭৬ মিনিটে ব্রাইটনের হয়ে জয়সূচক গোলটি করেন ড্যান ব্রুণ। পাশাপাশি প্রিমিয়ার লিগে এটাই তাঁর প্রথম গোল। (সৌজন্যে-ব্রাইটন টুইটার)

5 / 5
Follow Us: