হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয় লিভারপুলের

Feb 17, 2021 | 3:07 PM

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে লিপজিগকে ২-০ গোলে হারাল ক্লপের দল।

হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয় লিভারপুলের
সৌজন্যে-লিভারপুল টুইটার

Follow Us

হাঙ্গেরি: প্রিমিয়ার লিগের (Premier League) ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরল লিভারপুল (Liverpool)। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে লিপজিগকে (Leipzig) ২-০ গোলে হারাল ক্লপের দল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে। ব্রিটেনে দ্বিতীয় প্রজাতির করোনা সংক্রমণের জন্য জার্মানিতে লিভারপুলকে প্রবেশের অনুমতি দেয়নি জার্মান প্রশাসন। ম্যাচের ভেন্যু ঠিক করতে আসরে নেমেছিল উয়েফা। হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস এরিনায় লিপজিগ-লিভারপুল ম্যাচ আয়োজিত করে উয়েফা। যতই অ্যাওয়ে হোক, লিপজিগের হোম ম্যাচ হিসেবেই এটা কার্যকর হবে।

 

 

ম্যাচের দ্বিতীয়ার্ধেই দুটি গোল করে লিভারপুল। ৫৩ মিনিটে মহম্মদ সালাহর গোলে প্রথমে এগিয়ে যায় ইপিএল চ্যাম্পিয়নরা। ৫ মিনিট বাদে লিপজিগের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সাদিও মানে। লিপজিগের বিরুদ্ধে জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের রাস্তা অনেকটাই সুগম লিভারপুলের। পরের ম্যাচটি ঘরের মাঠে খেলবেন সালাহরা।

আরও পড়ুন: মেসির ডেরায় মস্তানি এমবাপের

টানা ৩ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াল লিভারপুল। আর এর যাবতীয় কৃতিত্ব ফুটবলারদেরই দিয়েছেন কোচ জুর্গেন ক্লপ। গত শনিবার লেস্টার বিরুদ্ধেও ৩-১ গোলে হেরেছিলেন সালাহরা। ব্রাইটন, ম্যাঞ্চেস্টার সিটি আর লেস্টার সিটির বিরুদ্ধে টানা ৩ ম্যাচে হেরেছিল লিভারপুল। কোচ জুর্গেন ক্লপের চাকরি যাওয়ার জল্পনাও তৈরি হয়েছিল। তবে লিপজিগের বিরুদ্ধে একটা জয় সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে।

Next Article