Dog Squad Diet: কী খায় ডগ স্কোয়াডের বিশেষ কুকুরেরা?
বোমাতঙ্ক, খুন, ডাকাতির ঘটনাস্থলে ওরা ছুটে যায়। ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বেও থাকে। মাদক বা বিস্ফোরক খুঁজে বের করতে ওরা সিদ্ধহস্ত। ওরা কলকাতা পুলিশের প্রশিক্ষিত সারমেয় বাহিনী। বর্তমানে কলকাতা পুলিশের কেনেলে ৪২টি সারমেয় রয়েছে। আরও ৪০টি জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর ব্রিডের কুকুর অতি সম্প্রতি যোগদান করবে কলকাতা পুলিশে।
বোমাতঙ্ক, খুন, ডাকাতির ঘটনাস্থলে ওরা ছুটে যায়। ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বেও থাকে। মাদক বা বিস্ফোরক খুঁজে বের করতে ওরা সিদ্ধহস্ত। ওরা কলকাতা পুলিশের প্রশিক্ষিত সারমেয় বাহিনী। বর্তমানে কলকাতা পুলিশের কেনেলে ৪২টি সারমেয় রয়েছে। আরও ৪০টি জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর ব্রিডের কুকুর অতি সম্প্রতি যোগদান করবে কলকাতা পুলিশে। সারমেয় কেনার ছাড়পত্র এসেছে নবান্ন থেকে। যে কোনও জরুরি পরিস্থিতির জন্য ওদের তৈরি থাকতে হয়। তাই ওদের ডায়েটও হয় চার্ট মেনে।
ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল নিউট্রিশনের পরামর্শে ওদের জন্য দিনে ২ বার খাবার রাঁধা হয়। তেল ছাড়া রান্না হয় ওদের জন্য। রান্নায় থাকে স্বল্প পেঁয়াজ ও রসুন। প্রত্যেকের জন্য থাকে মাসে ৩ কেজি গাজর, ব্রকোলি ও শাকসবজি। থাকে হাড় ছাড়া মাংস, ডিম ও দই। খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট থাকে ওজন মেপে। দেওয়া হয় ড্রাই ক্যানাইন ফুড যাতে থাকে ২৪% প্রোটিন। এছাড়াও দেওয়া হয় আরও ১৩ ধরনের খাবার। কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের সদস্যদের প্রতিদিন নিয়ম করে শারীরিক কসরত করানো হয়। অচিরেই রাজ্যের কয়েকটি জেলায় পাঠানো হবে একটি বিশেষ ডগ স্কোয়াড। তারা মাদক খুঁজে বার করা ও ভিআইপিদের নিরাপত্তায় নিযুক্ত হবে। তাদের পাঠানো হবে দার্জিলিঙ, কালিম্পং, কোচবিহার, বারুইপুর ও সুন্দরবনে।