Viral Video: হন্টেড হাউসের ভূতই বিপাকে, ভয় দেখাতে গিয়ে নিজেই গেলেন চমকে, গোপন ক্যামেরায় ধরা পড়ল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 07, 2022 | 11:31 AM

Viral: ভূতকে কাছে পেয়ে জড়িয়ে ধরে তুমুল নাচ, তারপর ঠিক কী ঘটল, দেখতে ভিড় জমাচ্ছে নেটদুনিয়া।

Viral Video: হন্টেড হাউসের ভূতই বিপাকে, ভয় দেখাতে গিয়ে নিজেই গেলেন চমকে, গোপন ক্যামেরায় ধরা পড়ল ভিডিয়ো

Follow Us

নেটদুনিয়ায় নিত্য নতুন ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়, কখনও মজার ঘটনা, কখনও আবার অস্বাভাবিক কিছু দেখলেই তা হাতে হাতে ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে কিছু না কিছু ঘটতে থাকে, আর মজার ছলে নিজের অজান্তে ঘটে যাওয়া ঘটনাই বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ভক্তমহল। নেটদুনিয়ায় এমন ভিডিয়ো বা গ্রাফিক্সের অভাব নেই। তবে এবার এক মজার কাণ্ডের ভিডিয়ো ঘুরতে দেখা গেল নেটিজেনদের হাতে হাতে। আর তা হল ভূতের ভয়। না, ভূত ভয় দেখাতে পারেনি, যেখানে ভূত ভয় দেখাতে ব্যর্থ, সেখানেই ভূতকে কীভাবে সমস্যায় পড়তে হল, তা দেখে হেঁসে লুটোপুটি খাচ্ছেন সকলে।

হন্টেড হাুস বা এস্কেপ হাুস, এক কথায় বলতে গেলে এই ধরনের মজার গেলে অংশগ্রহম করে থাকেন অনেকেই। বাস্তবটা সকলেরি জানা, যে ভাতের থাকা ভূতেরা আদপে মানুষ, তাঁরা তাঁদের কাজ করছেন মাত্র, ভূত সেজে সঠিক সময় ভয় দেখানো। অধিকাংশই তাতে বেজায় ভয় পেয়ে থাকেন, তাতে কোনও দ্বি-মত নেই। কিন্তু বেশ কিছুজন আছেন, যাঁরা আবার এই বিষয়টাকেও বেশ মজার ছলেই গ্রহণ করে থাকেন। তেমনই এক ঘটনার ভিডিয়ো এলো সামনে। যা দেখা মাত্রই হেঁসে লুটোপুটি খাচ্ছেন সকলেই। অন্ধকারে থাকে নাইট ভিশন ক্যামেরা অন, ভেতরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া।

সেখানেই দেখা গেল, অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি ভূতের ভয় একজন কাবু, সে পেছনে লুকিয়ে বসে পড়েছে, কিন্তু অপর ব্যক্তি ভূতকে জড়িয়ে ধরে নাচতে শুরু করল, তারপর বাকিটা বেজায় মজার, ভূত নিজের পোজ় না ছেড়েই সেই মুহূর্তে অসহায়ভাবে নেচে চললেন, আর এই ভিডিয়ো সামনে আসতেই হাসির ফোয়ারা উঠল নেট দুনিয়ায়।

আরও পড়ুন- Viral Video: ৫ কোটির মাসুল, প্রকাশ্য মঞ্চে পোশাক নিয়ে অস্বস্তিতে উর্বশী, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: সত্যি কি পিৎজা অর্ডার করলেন আলিয়া, ফোনের ওপারে কে! মহিলার প্র্যাঙ্ক ভিডিয়োয় মজল নেটপাড়া

আরও পড়ুন- Viral: ‘পুষ্পা রাজ আপুন লিখেগা নেহি’! মাধ্যমিকের খাতা দেখে হতভম্ব শিক্ষক, নেটদুনিয়ায় ছুটল হাসির রোল

Next Article