বিশ্বকাপে ভারতের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়েছেন যাঁরা...

16 November 2023

জেনে নিন চলতি বিশ্বকাপে ১০ ম্যাচে ভারতের 'প্লেয়ার অব দ্য ম্যাচ' যাঁরা। অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে এই পুরস্কার পেয়েছিলেন লোকেশ রাহুল।

ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। ওই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের তৃতীয় ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন জসপ্রীত বুমরা।

গ্রুপ পর্বে ভারতের চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই ম্যাচে 'প্লেয়ার অব দ্য ম্যাচ' এর পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে পঞ্চম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন মহম্মদ সামি।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের ছয় নম্বর ম্যাচ ছিল। তাতে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে রোহিত দু'বার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল ভারত। প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছিলেন মহম্মদ সামি। 

বিশ্বকাপের গ্রুপ পর্বে অষ্টম ম্যাচে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে ১২৮ রানের অপরাজিত ইনিংসের ফলে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন শ্রেয়স আইয়ার।

বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন মহম্মদ সামি। বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় বার  প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সামি।