North Bengal Medical College: ওমান ফেরত মহিলার মৃত্যু, আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গ মেডিক্যালে
Siliguri: চিনে লাগাতার বেড়েছে সংক্রমণ। পরিস্থিতি সামলাতে একাধিক জায়গায় শুরু হয়েছে লকডাউন।
শিলিগুড়ি: ওমান ফেরত এক মহিলার মৃত্যু হয়েছে শিলিগুড়িতে । শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এমনটাই খবর। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই মহিলার মৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যে মহিলার লালারসের নমুনা সংরক্ষণ করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হবে। ওই মহিলা ওমিক্রনে আক্রান্ত ছিলেন কিনা বা কারো সংস্পর্শে এসেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানানো হয়েছে।
আজই ওমান থেকে দিল্লি হয়ে বাগডোগরা আসেন ওই মহিলা। অসুস্থ বোধ করায় তাঁকে স্থানিয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আপাতত ওই মহিলার দেহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে।
বস্তুত, বুধবারই কেন্দ্রের তরফে সমস্ত করোনাবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দুই বছর পর আগামী ৩১ মার্চ থেকেই করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। নৈশ কার্ফু বা কন্টেনমেন্ট জ়োনের মতো নানা বিধিনিষেধ তুলে নেওয়া হলেও, মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলার নিয়ম এখনও জারি থাকবে।
বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অজয় ভাল্লা জানান, “করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে কেন্দ্রের প্রস্তুতি ও সার্বিক করোনা পরিস্থিতির উন্নতির দিকটি মাথায় রেখেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে করোনা সংক্রমণ রুখতে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের যে বিধিগুলি জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হবে।”
আরও পড়ুন: Sayantika on Suvendu: ‘মীরজাফরের মতোই কেউ আর সন্তানের নাম শুভেন্দু রাখবে না’
আরও পড়ুন: Bagtui Massacre: ‘ভাদু নেই কে বাঁচাবে ?’, ব্যাগ গুছিয়ে অন্যত্র রওনা তাঁর বৌদির