Hooghly News: বন্ধুদের দুষ্টুমি নিয়ে নালিশ, ডাস্টার দিয়ে ক্লাস ফোরের ছাত্রের নাক ফাটালেন শিক্ষক
Hooghly: আহত নাবালকের নাম সোমনাথ রায়। সে অমরেন্দ্রতে চতুর্থ শ্রেণিতে পড়ে। জানা গিয়েছে, বুধবার ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র বেঞ্চের উপরে লাফালাফা করছিল। সোমনাথ সেই বিষয়ে নালিশ করতে শিক্ষক আশিস আদকের কাছে যায়।

হুগলি: মেজাজ হারিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষককের বিরুদ্ধে। ডাস্টার দিয়ে মেরে নাবালকের নাক ফাটানো হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। দ্রুত ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন আহত নাবালকের পরিবারের লোকজন। উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের ঘটনা।
আহত নাবালকের নাম সোমনাথ রায়। সে অমরেন্দ্রতে চতুর্থ শ্রেণিতে পড়ে। জানা গিয়েছে, বুধবার ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র বেঞ্চের উপরে লাফালাফা করছিল। সোমনাথ সেই বিষয়ে নালিশ করতে শিক্ষক আশিস আদকের কাছে যায়। অভিযোগ, শিশুটির কোনও কথা না শুনেই ওই ছাত্রকে ডাস্টার দিয়ে মেরে নাক ফাটিয়ে দেন আশিসবাবু। শুধু তাই নয়,ছাত্রের কলার ধরে টানতে-টানতে ক্লাসের বাইরে নিয়ে যেতে থাকেন। সেই সময় সোমনাথের নাক থেকে রক্ত পড়তে দেখেন কয়েকজন শিক্ষক ও শিক্ষিকারা। তাঁরাই উদ্ধার করেন শিশুটিকে। এরপর উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছাত্রকে। খবর দেওয়া হয় ছাত্রের পরিবারকে।
পড়ুয়ার মা শেফালি রায় ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষককের বিরুদ্ধে। গতকালের এই ঘটনার পর বৃহস্পতিবার অভিভাবকরা জড়ো হন স্কুলে। অভিভাবকদের নিয়ে স্কুল পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষক মিটিং করেন। সংগ্রহ করা হয় স্বাক্ষর।
স্কুল পরিচালন সমিতির সভাপতি স্থানীয় কাউন্সিলর উৎপলাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, “এই শিক্ষকের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে। আমরা গতকাল রাতে বিষয়টি জানতে পারি। আজকে অভিভাবকদের নিয়ে বৈঠক হয়েছে। তাঁদের দাবি আমরা এসআই-এর কাছে পৌঁছে দেব।” অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্যের বক্তব্য, ছাত্রটিকে যেভাবে মারধর করা হয়েছে তা ঠিক হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন শিক্ষককের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা তাঁরা জানে না। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল বলে স্বীকার করে নেন তিনি।
ঘটনার পর আজ আর স্কুলে দেখা যায়নি অভিযুক্ত শিক্ষককে।





