তার আগে যাতে হাতিদের কেউ উত্ত্যক্ত না করে বা কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার দিকে খেয়াল রাখছেন বনকর্মীরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, "হাতির দলটি রেতির জঙ্গল থেকে বেরিয়েছে বলে অনুমান করা হচ্ছে। দলে বেশ কয়েকটি শাবক হাতি রয়েছে। হাতি গুলি রেতি নদীর পাশে কাঠালগুড়ি চা বাগানের মধ্যে রয়েছে। সন্ধ্যার পর জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে।"