Jalpaiguri: ষষ্ঠীর সকালে জলপাইগুড়ির চা বাগানে আচমকাই হাজির অতিথিরা, আপ্যায়নে দেখতে ভিড়

Jalpaiguri:

| Edited By: | Updated on: Oct 11, 2021 | 1:53 PM
মহাষষ্ঠীর দিন চা বাগান এলাকায় আটকে পড়ে হাতির দল। 'অতিথি'দের দেখতে ভিড় স্থানীয়দের।

মহাষষ্ঠীর দিন চা বাগান এলাকায় আটকে পড়ে হাতির দল। 'অতিথি'দের দেখতে ভিড় স্থানীয়দের।

1 / 5
সোমবার সকালের দিকে বানারহাটের কাঁঠালগুড়ি চা বাগান এলাকায় রিয়াবাড়ি চা বাগান সীমান্তে রেতি নদী বাঁধের ধারে বাগানের পতিত জমিতে ঝোপঝাড়ে একাধিক শাবক সহ প্রায় ১৫ টি হাতির একটি দল আটকে পড়ে।

সোমবার সকালের দিকে বানারহাটের কাঁঠালগুড়ি চা বাগান এলাকায় রিয়াবাড়ি চা বাগান সীমান্তে রেতি নদী বাঁধের ধারে বাগানের পতিত জমিতে ঝোপঝাড়ে একাধিক শাবক সহ প্রায় ১৫ টি হাতির একটি দল আটকে পড়ে।

2 / 5
হাতির দল দেখতে রিয়াবাড়ি ও কাঁঠালগুড়ি চা বাগানের বাসিন্দারা দলে দলে ভিড় জমান সকাল থেকেই।

হাতির দল দেখতে রিয়াবাড়ি ও কাঁঠালগুড়ি চা বাগানের বাসিন্দারা দলে দলে ভিড় জমান সকাল থেকেই।

3 / 5
ঘটনাস্থলে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা পৌঁছেছেন। হাতির দলটির উপর নজরদারি চালাচ্ছেন তাঁরা। বনকর্মীরা জানিয়েছেন সন্ধ্যের দিকে দলটিকে তাড়িয়ে পাশের রেতি-র জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হবে।

ঘটনাস্থলে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা পৌঁছেছেন। হাতির দলটির উপর নজরদারি চালাচ্ছেন তাঁরা। বনকর্মীরা জানিয়েছেন সন্ধ্যের দিকে দলটিকে তাড়িয়ে পাশের রেতি-র জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হবে।

4 / 5
তার আগে যাতে হাতিদের কেউ উত্ত্যক্ত না করে বা কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার দিকে খেয়াল রাখছেন বনকর্মীরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, "হাতির দলটি রেতির জঙ্গল থেকে বেরিয়েছে বলে অনুমান করা হচ্ছে। দলে বেশ কয়েকটি শাবক হাতি রয়েছে। হাতি গুলি রেতি নদীর পাশে কাঠালগুড়ি চা বাগানের মধ্যে রয়েছে। সন্ধ্যার পর জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে।"

তার আগে যাতে হাতিদের কেউ উত্ত্যক্ত না করে বা কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার দিকে খেয়াল রাখছেন বনকর্মীরা। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, "হাতির দলটি রেতির জঙ্গল থেকে বেরিয়েছে বলে অনুমান করা হচ্ছে। দলে বেশ কয়েকটি শাবক হাতি রয়েছে। হাতি গুলি রেতি নদীর পাশে কাঠালগুড়ি চা বাগানের মধ্যে রয়েছে। সন্ধ্যার পর জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে।"

5 / 5
Follow Us: