Jalpaiguri Marriage: বিয়ের দাবিতে ছেলের বাড়িতে ধর্না, কীটনাশক খেয়ে আত্মঘাতীর চেষ্টা কিশোরীর
Jalpaiguri Marriage: অসুস্থ কিশোরীর বাড়ি ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায়। কিন্তু কিশোরী ধর্নায় বসার আগে থেকেই কালিম্পঙে গিয়ে আশ্রয় নেন ওই যুবক জয়দেব রায় ।
জলপাইগুড়ি: বিয়ের দাবিতে ছেলের বাড়িতে ধর্না। টানা ৬দিন ধরে বিয়ের দাবিতে ধর্নায় বসেছিলেন কিশোরী। সালিশি সভা করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন মাতব্বরাও। কিন্তু তাতে কাজ হয়নি। শেষমেশ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবতীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায়।
পিয়ালী রায় নামে বছর কুড়ির এক কিশোরী দুর্গা পুজোর সময় থেকে খট্টিমারি এলাকার এক যুবক জয়দেব রায়ের সঙ্গে সম্পর্ক জড়ান। দুজন বিয়ে করবে বলে ঠিকও করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যুবক বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ। কিন্তু ততদিনে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়ে গিয়েছে। এরপরে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে গিয়ে ধর্নায় বসেন কিশোরী।
অসুস্থ কিশোরীর বাড়ি ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায়। কিন্তু কিশোরী ধর্নায় বসার আগে থেকেই কালিম্পঙে গিয়ে আশ্রয় নেন ওই যুবক জয়দেব রায় । তিনি পেশায় শ্রমিক। চাপে পড়ে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা বলে কিশোরীর দাবি। অসুস্থ অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে কিশোরীর পরিবারের তরফে ধূপগুড়ি থানায় অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে।
আরও পড়ুন: WMID Cultivation: সহায়ক মূল্য ধান বিক্রি করতে গিয়ে হয়রানির শিকার চাষিরা