Malda: উদ্ধার তিন রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে অস্ত্রকারবারী

West Bengal: ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ।

Malda: উদ্ধার তিন রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে অস্ত্রকারবারী
গ্রেফতার অস্ত্র কারবারী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 1:06 PM

মালদা: জেলায় জারি রয়েছে তল্লাশি অভিযান। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে একজন।

গোপন সূত্রে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহকারী এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। বামনগোলা থানার অন্তর্গত পাকুয়া ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালায়। সেখানে বেআইনি আগ্নেয়াস্ত্র কার্তুজসহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইউসুফ শেখ (২৮)। তার বাড়ি কালিয়াচক থানা এলাকায় । বেশ কয়েক মাস ধরেই বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন দুষ্কৃতীদের ডেরায় সরবরাহ করার মূল পান্ডা ছিল ধৃত ওই দুষ্কৃতী। বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে ইউসুফ শেখের বেআইনি অস্ত্র কারবারে যুক্ত থাকার নাম উঠে আসে ।

এদিকে গতমাসেও এক অস্ত্র-কারবারীকে গ্রেফতার করে পুলিশ যদিও ঘটনাস্থান ছিল আসানসোলের বরাকর। ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পাচারের অভিযোগে ধৃত মহম্মদ ওরফে বাবলুকে জিজ্ঞাসাবাদ করতে শনিবার আসানসোলের কুলটি থানার বরাকরে আসেন তদন্তকারীরা। দলে ৫ জন ছিলেন।

বরাকর ফাঁড়িতে রিমান্ডে থাকা আস মহম্মদ ওরফে বাবলুকে জেরা করা হয়। পাশাপাশি, যে জায়গা থেকে তাকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল, সেখানেও এসটিএফের দলটি যায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে কুলটি থানার বরাকরের বাংলা ঝাড়খণ্ড সীমানা এলাকায় নাকা চেকিংয়ের সময় ২৫ টি ৭ এমএম পিস্তল ও ৪৬ টি ম্যাগাজিন-সহ আস মহম্মদকে গ্রেফতার করা হয়েছিল।