TMC Abu Taher: ‘মুর্শিদাবাদ খতরনাক জেলা, কোথায় কী ঘটবে…’, ভোটের মুখে বিস্ফোরক তৃণমূল প্রার্থী আবু তাহের
TMC: আবু তাহের বলেন, 'জেলার সব ক্রিমিনালের দায়ভার নিয়ে রাখিনি। কোথায় কী ঘটনা ঘটবে, কী ঘটবে না, সে কথা আমি বলতে পারব না। এমনিতেই তো বিজেপি বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে চেষ্টা করছে। এদিকে তার সঙ্গে সিপিএম রয়েছে। অধীর চৌধুরী তো আছেই।'
মুর্শিদাবাদ: চব্বিশ ঘণ্টাও বাকি নেই। রাত কাটলেই মুর্শিদাবাদে ভোট। লোকসভা ভোটের মুখেই এবার বিস্ফোরক মুর্শিদাবাদের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তৃণমূলের দাপুটে নেতা বললেন, ‘মুর্শিদাবাদ এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মানে না। যা হওয়ার ভোটের দিন হবে, দেখা যাবে।’ টিভি নাইন বাংলাকে আবু তাহের বলেন, ‘জেলার সব ক্রিমিনালের দায়ভার নিয়ে রাখিনি। কোথায় কী ঘটনা ঘটবে, কী ঘটবে না, সে কথা আমি বলতে পারব না। এমনিতেই তো বিজেপি বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে চেষ্টা করছে। এদিকে তার সঙ্গে সিপিএম রয়েছে। অধীর চৌধুরী তো আছেই।’
আগামিকাল, তৃতীয় দফায় ভোট রয়েছে বাংলার চার আসনে। সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রও। এখানকার বিদায়ী সাংসদ আবু তাহের। এবারের লোকসভা ভোটেও সেই আবু তাহেরের উপরেই ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার ভোট। তার আগের দিনই একেবারে রণং দেহি মেজাজে তৃণমূল প্রার্থী। একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, ভোট ময়দানে কাউকে ছেড়ে কথা বলা হবে না। বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তিনি।
ভোটের মুখে তৃণমূল প্রার্থীর এমন মন্তব্যের বিষয়ে যোগাযোগ করা হয়েছিল বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে। এই ধরনের মন্তব্যের জন্য রাজ্যের শাসক শিবিরকে একহাত নিয়েছেন বিজেপি সাংসদ। তৃণমূলকে পাল্টা আক্রমণ শানিয়ে শমীক ভট্টাচার্যের ব্যাখ্যা, ‘এটাই স্বাভাবিক। তিনি এমন কোনও কথা বলেননি, যা তাঁর দলের লাইনের বাইরে। দলের যা এজেন্ডা, দল যেভাবে নির্বাচনকে দেখে, যে ভোট-সংস্কৃতিতে অভ্যস্ত… তিনি সেই কথাই বলেছেন। এটাই তো তৃণমূলের ভাষা, তৃণমূলের চলার পথ।’