Abhishek Banerjee: ‘দিদি কথা দিয়েছিল, রেখেছে’, মোদী সরকারকে তুলোধনা অভিষেকের
Abhishek Banerjee: এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অভিষেক বলেন, “চাল, ডাল, চা-পাতা, গ্যাস সহ বিভিন্ন জিনিসের দাম বেড়ে চলেছে। এটাই মোদী সরকারের গ্যারান্টি। ভোট এসেছে তাই বিজেপি নেতারা এখন ডেইলি প্যাসেঞ্জারি করছে। দিদি ৬ মাসের মধ্যে আপনাদের বাড়ির ছাদ দেবে।”
কাটোয়া: বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। বাংলায় সাত দফায় হতে চলেছে ভোট। এদিকে শেষবেলার প্রচারে ঝড় তুলতে ময়দানে নেমে পড়েছেন শাসক থেকে বিরোধী সব শিবিরের নেতারা। এদিনই কাটোয়ার স্টেডিয়ামে পূর্ব বর্ধমান কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জনসভায় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ্ম শিবিরের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুর চড়িয়ে বলেন, “আজ খুঁটি পুঁতে দিয়ে গেলাম। আপনারা ১৩ মে বিসর্জন করবেন। যে পঞ্চায়েত এলাকায় বিজেপির জামানত জব্দ হবে সেই পঞ্চায়েতে তৃণমূল কোনও অভাব রাখবে না।”
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রসঙ্গে বলেন, “আপনারা ভাল প্রার্থী চেয়েছিলেন ভাল প্রার্থী দিয়েছি।” একইসঙ্গে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কৃর্তী আজাদের সমর্থনেও গলা তোলেন অভিষেক। অন্যদিকে বাংলার সরকারের বহুমুখী জনকল্যাণমুখী প্রকল্পগুলির প্রসঙ্গ টানতে গিয়ে অভিষেকের গলায় শোনা যায় লক্ষ্মীর ভাণ্ডারের কথা। বলেন, “১ এপ্রিল থেকে মহিলারা বছরে ১২ হাজার টাকা করে পাবেন। দিদি কথা দিয়েছিল, তা রেখেছে। আপনারাই বলুন মোদীর গ্যারান্টি নেবেন না দিদির গ্যারান্টি নেবেন।”
একইসঙ্গে এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অভিষেক বলেন, “চাল,ডাল, চা-পাতা, গ্যাস সহ বিভিন্ন জিনিসের দাম বেড়ে চলেছে। এটাই মোদী সরকারের গ্যারান্টি। ভোট এসেছে তাই বিজেপি নেতারা এখন ডেইলি প্যাসেঞ্জারি করছে। দিদি ৬ মাসের মধ্যে আপনাদের বাড়ির ছাদ দেবে।” এরপরই মোদী সরকারের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসুক। চ্যালেঞ্জ করছি রিপোর্ট কার্ড দেখাতে পারবে না। রাজ্যের প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্র, দিদি দিয়েছে। আমরা টাকা আনব।”