Sonarpur: সবে পেরতে যাবেন রেললাইন, হঠাৎ চলে এল ক্যানিং লোকাল,বাইক ফেলেই পালল যুবক, তারপর….
Sonarpur Station: রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে রেল লাইন পারাপার করছিলেন। সেই সময় সোনারপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ডাউন ক্যানিং লোকাল। প্ল্যাটফর্ম ছাড়ার সময় হর্ন দেয় ট্রেন।

সোনারপুর: বিদ্যাধরপুর স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। বাইক নিয়ে তখন যাচ্ছিলেন যুবক। সেই সময় ট্রেন এগিয়ে আসতে দেখেই ভয়ে বাইক ফেলে চম্পট দেন তিনি। দ্রুত গতিতে আসা ক্যানিং লোকাল সজোরে ধাক্কা মারে বাইকে। তারপরই…
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে রেল লাইন পারাপার করছিলেন। সেই সময় বিদ্যাধরপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ডাউন ক্যানিং লোকাল। প্ল্যাটফর্ম ছাড়ার সময় হর্ন দেয় ট্রেন। তারপর ধীরে ধীরে সোনারপুর ছেড়ে ক্যানিংয়ের দিকে যাওয়ার জন্য এগিয়ে আসছিল।
এবার, আচমকাই ট্রেন আসতে দেখে কার্যত ঘাবড়ে যান যুবক। রেল ট্র্যাকের উপর নিজের বাইক ফেলে দিয়ে পালিয়ে যান তিনি। চলন্ত ট্রেন এসে ধাক্কা মারে বাইকে। এই ঘটনায় প্রায় চল্লিশ মিনিট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ক্যানিং শাখায়। ইন্দ্রজিৎ দাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “দু’টো ছেলে রেললাইন পারপার করছিল। হঠাৎ দেখে ট্রেন সামনে চলে এসেছে। সঙ্গে-সঙ্গে তাঁরা বাইক ফেলে পালিয়ে যায়। ব্রেক দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন হয়ত লোকো পাইলট। কিন্তু পারেননি। ঘষতে-ঘষতে অনেকটা নিয়ে চলে যায়।”





