Sundorban: দেখে মনে হতেই পারে পাখি, আসলে এটা কী? জেনে কিনেই নিলেন পর্যটক

শর্মিষ্ঠা চক্রবর্তী

শর্মিষ্ঠা চক্রবর্তী |

Updated on: Dec 07, 2022 | 1:31 PM

Sundorban: দেখার জন্য বাজারে ভিড় জমে যায়।

Dec 07, 2022 | 1:31 PM
দৃশ্যত পাখি। কিন্তু আসলে এটি মাছ। সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীর জালে এক বিরল প্রজাতির মাছ।

দৃশ্যত পাখি। কিন্তু আসলে এটি মাছ। সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীর জালে এক বিরল প্রজাতির মাছ।

1 / 5
বসিরহাটের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে একটি বিরল প্রজাতির মাছ। মাছটি ধরা পড়তেই মৎস্যজীবীদের হুড়োহুড়ি পড়ে যায়।

বসিরহাটের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে একটি বিরল প্রজাতির মাছ। মাছটি ধরা পড়তেই মৎস্যজীবীদের হুড়োহুড়ি পড়ে যায়।

2 / 5
ভারতীয় জলবায়ুতে সাধারণত এই ধরনের মাছ চোখে পড়ে না। মাছটিকে অনেকটি জাপানিজ পাফার ফিশের মতো দেখতে।

ভারতীয় জলবায়ুতে সাধারণত এই ধরনের মাছ চোখে পড়ে না। মাছটিকে অনেকটি জাপানিজ পাফার ফিশের মতো দেখতে।

3 / 5
এই মাছের বিজ্ঞানসম্মত নাম টেট্রাওডোন্টিডায়ী। মৎস্যজীবী অনুপ মণ্ডলের জালে এই মাছটি ধরা পড়ে। মাছটি ধরা পড়ার পরে নদীর পাড়ে আমবেড়িয়া বাজারে মাছটিকে নিয়ে এলে তা দেখার জন্য বাজারে ভিড় জমে যায়।

এই মাছের বিজ্ঞানসম্মত নাম টেট্রাওডোন্টিডায়ী। মৎস্যজীবী অনুপ মণ্ডলের জালে এই মাছটি ধরা পড়ে। মাছটি ধরা পড়ার পরে নদীর পাড়ে আমবেড়িয়া বাজারে মাছটিকে নিয়ে এলে তা দেখার জন্য বাজারে ভিড় জমে যায়।

4 / 5
মাছটিকে দেখতে ভিড় জমান পর্যটকরাও।  এক মৎস্যপ্রেমী সেই মাছটিকে নিজের অ্যাকোরিয়ামে রাখার রাখার জন্য মৎস্যজীবী অনুপ মণ্ডলের কাছ থেকে কিনে নিয়ে যান।

মাছটিকে দেখতে ভিড় জমান পর্যটকরাও। এক মৎস্যপ্রেমী সেই মাছটিকে নিজের অ্যাকোরিয়ামে রাখার রাখার জন্য মৎস্যজীবী অনুপ মণ্ডলের কাছ থেকে কিনে নিয়ে যান।

5 / 5

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla