Panchayat Election 2023 LIVE: বুথে বুথে বামেরা লড়াই শুরু করেছে : মীনাক্ষী
West Bengal Panchayat Election 2023 Live updates: মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে তৃণমূলের তরফে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এর মধ্যেই বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধীরা।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এক দফাতেই হবে এ বারের পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে তৃণমূলের তরফে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এর মধ্যেই বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ প্রশাসনও। বিভিন্ন জায়গায় টহলও চালাচ্ছে পুলিশ।
LIVE NEWS & UPDATES
-
‘এমন হলে আপনাকে ঘেরাও করব’, ডিসিআর কাটায় অব্যবস্থার অভিযোগ তুলে বিডিও-কে ‘হুঁশিয়ারি’ সুকান্তর
গতবারের পঞ্চায়েত ভোটেও অশান্তির অভিযোগের কথা বিডিওকে স্মরণ করিয়ে দেন সুকান্ত মজুমদার। অতীতের মতো ঘটনা যাতে এবার না ঘটে, তার জন্য প্রশাসনকে সদর্থক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। একইসঙ্গে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরও শোনা গেল সুকান্তর গলায়। বললেন, ‘যদি এমন হয়, তাহলে আবার আমাদের আসতে হবে। আমরা এসে বিক্ষোভ দেখাব, আপনাকে ঘেরাও করব। সেটা আমাদেরও খারাপ লাগবে।’
-
বিরোধীরা মনোনয়নে বাধা পেলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস তৃণমূল নেতার
পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই দিকে দিকে অশান্তির অভিযোগ। কোথাও মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ, আবার কোথাও মনোনয়ন প্রত্যাহারে চাপের অভিযোগ। আর এরই মধ্যে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললেন, ‘বিরোধী দলের কাছে আবেদন জানাচ্ছি যদি কোন বিরোধী প্রার্থী মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পান তাহলে আমরা দাঁড়িয়ে থেকে তাদের মনোনয়ন জমা দিতে সাহায্য করব।’
-
-
মনোনয়ন ঘিরে তপ্ত ভাঙড়, আইএসএফ কর্মীদের ভয় দেখাতে গুলি চালানোর অভিযোগ
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে ফের তপ্ত বাংলা। রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণের মধ্যেই আবারও গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লক (Bhangar)। আজ বিডিও অফিসে আইএসএফ (ISF) জেলা নেত্রী আসমা খাতুন সহ মোট চারজন মনোনয়ন জমা দিতে এসেছিলেন। আইএসএফ নেতা-কর্মীদের ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে বলে দাবি আসমা খাতুনের। অভিযোগ, বিডিও অফিসের আশপাশের চত্বরেই কেউ বা কারা গুলি চালিয়েছে। উল্লেখ্য, এদিন সকাল থেকেই ভাঙড়-২ ব্লকে দফায় দফায় তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আজ যখন বিরোধীরা মনোনয়ন তুলতে আসে, তখন তাঁদের বার বার বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শত হুমকি ও বাধা অতিক্রম করেই এই চারজন মনোনয়ন পেশ করেছিলেন। কিন্তু তারপর তাঁরা আর বেরতে পারছিলেন না।
বিস্তারিত পড়ুন: মনোনয়ন ঘিরে তপ্ত ভাঙড়, আইএসএফ কর্মীদের ভয় দেখাতে গুলি চালানোর অভিযোগ
-
দলীয় পতাকা খামে ভরে পদত্যাগ তৃণমূল কর্মীদের
দলীয় পতাকা খামে ভরে জেলা সভাপতিকে ডাকযোগে পোস্ট করে দলত্যাগ পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের! সোমবার দুপুরে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে মুখ্য ডাকঘরে। সোমবার সকালে রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কয়েক জন পঞ্চায়েত সদস্য কার্যত দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদেরই একজন এদিন বলেন, “পাড়ায় পাড়ায় চায়ের দোকানে তাঁদের প্রতিনিয়ত চোর, চোর বলে সম্বোধন করছেন সাধারণ মানুষ। লোকের চোখ এড়াতে সানগ্লাস পরতে হচ্ছে।” তৃণমূলকে তোলাবাজদের দল বলেও তাঁরা কটাক্ষ করেন।
বিস্তারিত পড়ুন: Raiganj TMC: মুখ লুকোতে সানগ্লাস পরে বেরোতে হচ্ছে রাস্তায়, দলীয় পতাকা খামে ভরে পদত্যাগ তৃণমূল কর্মীদের
-
বুথে বুথে বামেরা লড়াই শুরু করেছে : মীনাক্ষী
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবীতে এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI) এর আসানসোল মহকুমা অফিস অভিযান মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে। আসানসোল শতাব্দী পার্ক থেকে বৃষ্টি মাথায় নিয়েই মিছিল শুরু হয়। বিএনআর মোড়ে পুলিশের বেরিকেডে আটকে যায় মিছিল। কিন্তু পুলিশি প্রথম ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায়।পরে পুলিশ আবার তাদের আটকালে তারা রবীন্দ্রভবনের সামনে পথে বসে পড়ে। মিছিলের নেতৃত্বে ছিলেন মীনাক্ষী। পঞ্চায়েতে জায়গায় জায়গায় সিপিএম প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। সেই ঘটনার নিন্দা করা হয় এদিনের মিছিল থেকে। মীনাক্ষী দাবি করেন বুথে বুথে বামেরা লড়াই শুরু করেছে আর ছাত্র যুবরা নেমেছে রাস্তায়।
-
-
ক্যানিংয়ের বিডিও অফিসের সামনে তৃণমূলের ব্যান্ড পার্টি
ক্যানিং ১ নম্বর বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে ব্যান্ড বাজিয়ে নমিনেশন জমা তৃণমূল কর্মীদের চলে। রাস্তায় দীর্ঘক্ষণ ভিড় জমে যায়। আটকে পড়ে অ্যাম্বুলেন্স। জমায়েত সরাতে দেখা যায়নি পুলিশকে।
-
পূর্ব মেদিনীপুরে আদি নেতাদের একাংশ দল ছাড়লেন
দলে আদিদের সম্মান নেই, চলছে স্বজনপোষণ। এই ইস্যুকে সামনে রেখে নন্দীগ্রামের আদি তৃণমূল নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে “অঞ্চল উন্নয়ন পর্ষদ” গঠন করে নন্দীগ্রাম বিধানসভার ১৭ টি অঞ্চলে প্রার্থী দিয়ে লড়াই করার বার্তা। তৃণমূল নেতা কুরবান মল্লিক ও বাবুলাল আক্তার জানান, “আমরা ২০০৭ সাল থেকে তৃণমূল থেকে নানা মামলা মাথায় নিয়ে দলটা করেছি। দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছি। কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা অসৎ, যাদের নামে একদিক মামলা রয়েছে তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।”
-
প্রার্থী পছন্দ নয়, তাই নির্দলে নাম লেখালেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা
একাধিকবার ব্লক নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হলেও প্রার্থী তালিকাতে বিস্তর ফারাক। বুথের তৃণমূল কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না তৃণমূলের প্রার্থী বাছাই-এর ক্ষেত্রে। তাই তৃণমূলের নেতাকর্মীরা একত্রিত হয়ে নির্দলে নমিনেশন করলেন।
-
তৃণমূলে ভাঙন অব্যাহত
মনোনয়ন দাখিলের মাঝেই বড়সড় ভাঙন রায়গঞ্জে শাসক শিবিরে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের হেমতাবাদ বিধান সভার অধীন রামপুর গ্রাম পঞ্চায়েতএর একাধিক পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। সোমবার দুপুরে রায়গঞ্জ এর বিজেপির জেলা কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ,রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বিজেপির সহসভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্যরা।
অপরদিকে, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল থেকে সিপিএমে যোগদান প্রায় ১৫ জন তৃণমূল কর্মী সমর্থকের। যদিও এই যোগদান মিথ্যা বলে পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের।
-
ভাঙড়ে ISF ভার্সেস TMC
ভাঙড় জুড়ে উত্তপ্ত পরিবেশ। ভাঙড় ১ ব্লকে আইএসএফের সঙ্গে তৃণমূলের তুমুল মারপিট। আইএসএফ নেত্রী আসমা খাতুন পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন। তাঁদের দলের কর্মীরা সব জায়গায় আক্রান্ত হচ্ছেন।
-
মনোনয়ন দাখিল করতে যাওয়ার সময় CPM সমর্থকদের মারধর তৃণমূলের বিরুদ্ধে
গাড়িতে করে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সিপিএম প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়িতে, গাড়ির কাচ ভেঙে ফেলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এমনটাই অভিযোগ। নানুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে।
-
হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা বাঁশ নিয়ে তেড়ে গেলেন CPM কর্মীরা
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বাধল পূর্ব বর্ধমানের বড়শুলে। সিপিএম কর্মীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমে বচসা দিয়ে শুরু হলেও পরে ইটবৃষ্টি শুরু হয়। একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। আহত হয়েছেন একাধিক। বাদ পড়েননি পুলিশকর্মীও।
বিস্তারিত পড়ুন: WB Panchayat Election 2023: সবার হাতে পতাকা সাঁটা লাঠি, বড়শুলে খণ্ডযুদ্ধ বাধল সিপিএম-তৃণমূলের
-
মনোনয়ন জমার পূর্বে সিপিএম কার্যালয় ঘিরে ফেলল তৃণমূল
অশান্ত উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। অভিযোগ, আজ সিপিএম মনোনয়ন জমার প্রস্তুতি করছিল। সেই সময় দলীয় কার্যালয় ঘিরে ফেলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, সিপিএম অফিসে ঢুকে কর্মীদের মারধরের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।
-
CPM-TMC-র খণ্ডযুদ্ধ, তুমুল অশান্ত বর্ধমান
আজ সকালবেলা বর্ধমান বড়শুলের দু’নম্বর ব্লকে সিপিএম কর্মীরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিডিও অফিসে। অভিযোগ, ঠিক সেই সময় বড়শুল মোড়ে তাদের দু’টি ম্যাটাডোর আটকায় শাসকদলের কর্মীরা। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। সেই বচসা গড়ায় মারধরে।
-
সিপিএম-এর হাতে মার খেলেন তৃণমূল কর্মী?
উত্তপ্ত মুর্শিদাবাদের রাণিনগর থানা এলাকার শেখ পাড়া। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ। কাঠগড়ায় সিপিএম এবং কংগ্রেস। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় তৃণমূল কর্মীরা। বাঁশ লাঠি হাতে নিয়ে মুখ বেঁধে রাস্তায় স্লোগান তৃণমূল কর্মীদের।
-
বিডিও-রা ভুলভাল ফর্ম দিচ্ছে : সৌমিত্র
কোথাও-কোথাও ভয় দেখিয়ে বিরোধীদের মনোনয়ন জমাই দিতে দেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে পথ অবরোধ গেরুয়া শিবিরের। এ দিন বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় বাঘাজল মোড়ের কাছে রীতিমতো রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর সঙ্গে রয়েছেন অন্য নেতা কর্মীরা। সৌমিত্র বলেন, “নির্বাচন কমিশনার হাবা-কানা লোক। আমাদের নমিনেশন করতে দিচ্ছে না। বিডিও-রা ভুলভাল ফর্ম দিচ্ছে।”
বিস্তারিত পড়ুন: WB Panchayat Election 2023: ‘একদিন আপনারাই দল করতাম, কর্মীদের এই শিক্ষা দিয়েছেন ?’ মনোনয়ন জমা দিতে না পারায় ‘দিদি’কে প্রশ্ন সৌমিত্রর
-
মনোনয়ন জমার আগেই গ্রেফতার বাম প্রার্থী
বীরভূমের লাভপুরের ব্রিপুটিকুড়ি অঞ্চলের গঙ্গারামপুর গ্রামের বাবু শেখ নামে বামেদের মনোনীত এক পঞ্চায়েতের প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পুরনো একটি মামলায় গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ। বামেদের অভিযোগ, বাবু শেখ সেখানে দাঁড়ালে জিতে যেত, সে কারণেই তৃণমূলের অঙ্গুলি হেলনে পুরনো একটি মামলায় মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক আগের রাতেই তড়িঘড়ি গ্রেফতার করল পুলিশ। যদিও এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাদের দাবি পুলিশ পুলিশের কাজ করছে, এর সঙ্গে তৃণমূলের কোন সঙ্গ নেই।
-
১৪ জুন তৃণমূলের প্রার্থী ঘোষণা?
আগামী ১৪ জুন রাজ্যের শাসকদল তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। টিভি নাইন বাংলাকে এ কথা জানালেন জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পঞ্চায়েতের প্রার্থী তালিকা তৈরির কাজের দেখভাল প্রতি জেলায় বেশ কয়েক জন নেতা করছেন বলেও জানিয়েছেন তিনি।
-
জমায়েত হঠিয়ে দিল পুলিশ
আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের তৃতীয় দিন। সোমবার ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বাইরে মনোনয়ন জমা ঘিরে ভিড় জমেছিল। অবৈধ জমায়েত হটিয়ে দিলেন ঘোলা থানার পুলিশ প্রশাসন। ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে পুলিশ ও কম্বাট ফোর্স বিডিও অফিসের বাইরে থেকে অবৈধ জমায়েত সরিয়ে দেয়। পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় জমায়েতকারীদের।
-
কলের টাকা ফেরত দিতে ভোট চাইতে আসবেন!
“দয়া করে তৃণমূলের প্রার্থীরা কলের টাকা ফেরত দিতে ভোট চাইতে আসবেন”- পঞ্চায়েত ভোটের আবহে এ রকরমই পোস্টার পড়ল হুগলি জেলার কোদালিয়ায়। তৃণমূলের প্রার্থীরা ভোট চাইতে এলে টাকা কলের টাকা ফেরত চাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার বাসিন্দারা।
বিস্তারিত পডুন: ভোট চাইতে আসার সময় টাকা ফেরত দেবেন! তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে পড়ল পোস্টার
-
মনোনয়ন জমা দিতে দীর্ঘ লাইন ডোমকলে
স্বস্তির ছবি ডোমকলে। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য হয়েছে দীর্ঘ লাইন। রয়েছে কড়া পুলিশি প্রহরা। চলছে মাইকিং। মনোনয়নপত্র জমা দেওয়ার দিতীয় দিন রণক্ষেত্র চেহারা নিয়েছিল। তৃণমূল নেতার কাছে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুলিশি নিরাপত্তা দেখে খুশি প্রার্থীরাও।
-
মনোনয়ন জমা দিতে গিয়ে হেনস্থার শিকার বিজেপি বিধায়ক
দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে হেনস্থার শিকার হলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আজ দলীয় প্রার্থীদের নিয়ে সোনামুখী বিডিও অফিসে মনোনয়ন জমা করতে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিডিও অফিসে ঢোকার ঠিক আগেই দিবাকর ঘরামি-সহ বিজেপির প্রার্থীদের উপর তৃণমূল চড়াও হয় বলে অভিযোগ।
-
তৃণমূলের প্রার্থী ঘোষণা হলে অশান্তির আশঙ্কা আলিপুরদুয়ারে
আলিপুরদুয়ার জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্যের শাসক দল। সেখানে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে প্রার্থী ঘোষণার পর অশান্তির আশঙ্কা করা হচ্ছে। এমনকি তৃণমূলের অনেক বিদায়ী পঞ্চায়েত প্রধানের ভাগ্যে টিকিট ঢুকতে না পারে বলে জানা গিয়েছে।
বিস্তারিত পড়ুন- দুর্নীতিতে নাম জড়ানো প্রধানদের টিকিট দেবে না তৃণমূল! পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারে ঠিকাদাররা: সূত্র
-
বিজেপির বুথ সভাপতি তৃণমূলে
পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। শুরু হয়েছে মনোনয়ন জমার কাজও। এই সময় বিজেপির বুথ সভাপতি দলীয় কর্মীদের নিয়ে দলবল করে তৃণমূলে যোগ দিলেন। রবিবার রাতে বানারহাটের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের বাংকুবাজার এলাকায় তৃণমূলের একটি নির্বাচনী প্রচারমূলক সভার আয়োজন করা হয়। সেই সভায় বিজেপি-র ১৪/২০২ পার্টের বুথ সভাপতি সমীর দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
-
মনোনয়ন পত্র তোলার জন্য লাইনে দাঁড়ালেন বিক্ষুব্ধ তৃণমূলকর্মীরা
সোমবার ভোর থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করে মনোনয়ন পত্র তোলার জন্য রাজগঞ্জ বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে পড়লেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত, গতকাল বিকেলেই বৈঠকে বসেছিলেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। এবং সেই বৈঠকে ঠিক হয়েছিল আজ মনোনয়ন দাখিল করবেন তারা। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালেই বিডিও অফিসে হাজির হলেন বিক্ষুব্ধ তৃণমূলকর্মীরা।
-
কুলতলিতে সিপিএম প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ
সিপিআইএম প্রার্থীর স্বামীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।এই ঘটনায় আহত হয়েছেন আব্দুল হালিম সর্দার নামের এক সিপিএম কর্মী। অভিযোগ রবিবার বিকালে কুলতলি থানার সামনে সুজন চক্রবর্তী ও কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে দলের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে ৯ নম্বর সোনাটিকারি গ্রামে রাস্তায় প্রথমে তাকে পথ আটকায় এবং তাঁকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। সেই মারধরের ঘটনায় বুকে ও হাতে আঘাত লেগেছে ওই সিপিএম কর্মীর। এই হামলার অভিযোগ উঠেছে এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
-
তৃণমূল-বিজেপি সংঘর্ষ গজলডোবায়
রবিবার রাতে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো গজলডোবার ৭ নম্বর এলাকা। এইসংঘর্ষের ঘটনায় তৃণমূল সমর্থক দুই যমজ ভাই যাদব মণ্ডল এবং মাধব মণ্ডলকে (৩৮) লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের।
-
টাকার বিনিময়ে টিকিট বিক্রি?
বাঁকুড়ার মেজিয়ায় টাকার বিনিমেয় পঞ্চায়েতের টিকিট দেওয়ার অভিযোগ সরব তৃণমূলেরই একাংশ।
বিস্তারিত পড়ুন- টিকিটের দাম গ্রাম পঞ্চায়েতে ১ লক্ষ, সমিতিতে ২ লক্ষ, ‘খেলা হচ্ছে’ তৃণমূল বনাম তৃণমূলেরই
-
ঝামেলার আশঙ্কা বিজেপির
রাজারহাট বিষ্ণুপুর বিডিও অফিসে সাড়ে দশটার সময় বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা দিতে যাবে। ঝামেলা করবে তৃণমূল! আশঙ্কা করছেন বিজেপি নেতারা!
-
অশান্তির আশঙ্কায় নিরাপত্তায় জোর ভাঙড়ের বিডিও অফিসে
পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ন করার জন্য এবার ভাঙড় ২ ব্লকে নিরাপত্তা বলয় আরও নিশ্চিদ্র করল প্রশাসন। বিডিও অফিসের বাইরে তৈরি করা হল অস্থায়ী পুলিশ কিয়ক্স। ভিতরে করা হল বাঁশের ব্যারিকেড। সোমবার মনোনয়ন প্রক্রিয়ায় ঝামেলা অশান্তির আঁচ পেয়েই প্রশাসনের এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।
-
মেদিনীপুরে রুটমার্চ
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করল পুলিশ। বসনছাড়া গ্রাম পঞ্চায়েতের যাদবনগর এলাকায় চন্দ্রকোনা থানার পুলিশ রুটমার্চ করেছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলল কোন রাজনৈতিক সমস্যা আছে কিনা তাও জানতে চেয়েছেন পুলিশকর্তারা।
-
বাঁকুড়ার গ্রামে রুটমার্চ পুলিশের
গ্রাম পঞ্চায়েত নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে এবার মাঠে নামল পুলিশ। মনোনয়ন পর্বে একাধিক অশান্তির ঘটনার পর একদিকে যেমন মনোনয়ন কেন্দ্রগুলির নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে তেমনই গ্রামে গ্রামে রুট মার্চ করে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের জন্য সাধারণ মানুষকে আবেদন জানাচ্ছে পুলিশ। জেলার স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে সেই এলাকাগুলিতে রুট মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। আজ বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়াড়া এলাকায় পুলিশ রুট মার্চ করে। কথা বলে এলাকার ভোটারদের নির্ভয়ে ভোটদানের আবেদনও জানায়।
Published On - Jun 12,2023 9:00 AM