‘৩ ঘণ্টা নরকে ছিলাম, লাঠি, চেন, বেল্ট দিয়ে পিটিয়েছে পুলিশ’

সুমন মহাপাত্র |

Mar 11, 2021 | 2:06 AM

সেখানে তিন ঘণ্টা ধরে তার উপর নারকীয় অত্যাচার হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে মোট ৬০ জনকে আটক করা হয়েছিল।

৩ ঘণ্টা নরকে ছিলাম, লাঠি, চেন, বেল্ট দিয়ে পিটিয়েছে পুলিশ
আঘাতপ্রাপ্ত ওই ব্যক্তি।

Follow Us

ইয়াঙ্গন: ‘৩ ঘণ্টা নরকে ছিলাম।’ সেনা পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ এক বিক্ষোভকারীর। মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর সে দেশে ক্রমাগত প্রতিবাদে নামছেন আন্দোলনকারীরা। আন্দোলন দমাতে কাঁদানে গ্যাস, জলকামান, গুলি, সবকিছুরই ব্যবহার করছে জান্তা পুলিশ। তারপরও শয়ে শয়ে আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। সে রকমই এক আন্দোলনকারীকে আটক করেছিল পুলিশ।

তাঁর দাবি সেখানে তিন ঘণ্টা ধরে তার উপর নারকীয় অত্যাচার হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে মোট ৬০ জনকে আটক করা হয়েছিল। সেখানে জান্তা পুলিশ তাঁকে বেল্ট, লাঠি চেন দিয়ে পিটিয়েছে পুলিশ। সংবাদ সংস্থার হাতে সেই সংক্রান্ত ছবিও তুলে দিয়েছেন তিনি। রয়টার্সের দাবি তারা সেই ছবি খতিয়ে দেখেছে যে ছবি ওই ব্যক্তিরই।

যদিও এই ব্যক্তি সম্পর্কে কোনও মন্তব্য করতে চায়নি জান্তা পুলিশ। ওই ব্যক্তি রয়টার্স সংস্থাকে বলেছেন, “আমাদের ঘরের মধ্যে সকলকে মেরেছে।” তিনি জানান, সেনারাই নাকি বলছিলেন, “এটা নরক এস তোমাদের এর স্বাদ দেখাই।” প্রাক্তন ছাত্র ইউনিয়নের সদস্য পায়ে ফুয়ো অং জানিয়েছেন, তিনি যখন ওই আন্দোলনকারীর সঙ্গে দেখা করেন, তখন ওই ব্যক্তি উঠে দাঁড়াতে পারছিলেন না। ঠিক করে বসতেও পারছিলেন না সদ্য ছাড়া পাওয়া আন্দোলনকারী ওই ব্যক্তি।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি রক্তপাত ছাড়াই সেনা অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের শাসনভার নিজেদের হাতে তুলে নিয়েছিল সেনা। সু কি ও অন্যান্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি নেতাদের আটক করেছিল জান্তা সরকার। তারপর থেকেই ক্রমাগত বিক্ষোভে উত্তাল মায়ানমার। নোবেলজয়ী নেত্রী সু কি-র মুক্তির দাবিতে সেনা নেতাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। আন্দোলনে সেনা পুলিশের কড়া পদক্ষেপের বিরোধিতা করেছে রাষ্ট্রসঙ্ঘও। ভারতও গণতন্ত্রের পক্ষে মত পোষণ করেছে। তবে আন্দোলন থামছে না সু কি-র দেশে।

আরও পড়ুন: ইমরানের পাকিস্তানে মেড-ইন-ইন্ডিয়া টিকা পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী

Next Article