Corona Cases and Lockdown News: দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও একদিনেই ৪৩২৯ জনের মৃত্যুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেশে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। এ দিকে, সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন।
দেশে ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। এপ্রিলে চার লক্ষের গণ্ডি পার করলেও বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের দুই লক্ষের গণ্ডিতে ফিরে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। তবে বেড়েছে মৃত্যু হার। একদিনেই মৃত্যু হয়েছে ৪৩২৯ জনের, যা এখনও অবধি সর্বোচ্চ দৈনিক মৃতের সংখ্যা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫।
দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন। অর্থাৎ আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
গুজরাটে বাড়ল নাইট কার্ফু
গুজরাটের ৩৬টি শহরে জারি থাকল নাইট কার্ফু। আরও তিন দিন কার্ফু জারি রাখা হয়েছে। ৩৬ টির মধ্যে ৯টি মেট্রো শহর রয়েছে। এই সব জায়গায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে।
-
করোনা থেকে সেরে ওঠার ৯ মাস বাদে নেওয়া যাবে ভ্যাকসিন
একবার করোনা (COVID 19) আক্রান্ত হওয়ার পর সেরে উঠলে ভ্যাকসিন (Vaccine) নেওয়া যাবে ৯ মাস পর। আগে আক্রান্ত হওয়া ও প্রথম ডোজ় নেওয়ার মধ্যে ৬ মাসের ফারাক রাখার কথা বলা হয়েছিল। কিন্তু এবার সেই নিয়মে কিছু বদল আনার কথা জানাল কেন্দ্রীয় সরকারের বিশেষ প্যানেল বা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে পরামর্শ দিয়েছে ওই প্যানেল।
বিস্তারিত পড়ুন: করোনা থেকে সেরে উঠেছেন? ৬ মাস নয়, ভ্যাকসিন নিতে পারেন ৯ মাস বাদে
-
-
এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি অসমে
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। রিপোর্ট বলছে, এশিয়া (Asia) মহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমিত নেই। দেশে অক্সিজেন ঘাটতি। হাসপাতালে বেডের অভাব। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে মানুষের সচেতন হওয়া জরুরি। ইতিমধ্যেই নানা জায়গায় লকডাউন (Lockdown) জারি করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি অসমে
-
ব্ল্যাক ফাঙ্গাসের বাড়বাড়ন্তে বাজার থেকে উধাও ‘অ্যাম্ফোটেরিসিন বি’
যদিও সংক্রমণের পরিসংখ্যান এখনও উর্ধ্বমুখী, উপসর্গও ক্রমশ জটিলতা বাড়াচ্ছে তবু করোনার সঙ্গে পরিচিতি অনেকটাই বেড়েছে সাধারণ মানুষের। করোনার দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) বেসামাল ভারতে আশঙ্কা বাড়িয়েছে নতুন রোগ, যার নাম ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। সেই কৃষ্ণ ছত্রাকে মৃত্যুও হচ্ছে একাধিক রাজ্যে। আর রোগ যত বাড়ছে ততই টান পড়ছে ওষুধের ভাঁড়ারে। ওষুধের অভাবে ইতিমধ্যেই উদ্বিগ্ন হয়ে উঠেছে রাজ্যগুলি।
বিস্তারিত পড়ুন: আরও এক নয়া আশঙ্কা, ব্ল্যাক ফাঙ্গাসের বাড়বাড়ন্তে বাজার থেকে উধাও ‘অ্যাম্ফোটেরিসিন বি’
-
আয়ুষ্মান প্রকল্পে চিকিৎসা দিতে অস্বীকার, হাসপাতালকে নোটিস কর্তৃপক্ষের
করোনা কালে মধ্য প্রদেশের চিরায়ু হাসপাতালে এই প্রকল্পের সুবিধা দিতে অস্বীকার করায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়। এরপরই হাসপাতালকে নোটিস ধরাল আয়ুষ্মান ভারত কর্তৃপক্ষ। যদিও হাসপাতালের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: আয়ুষ্মান যোজনায় করোনা রোগীর চিকিৎসায় অস্বীকার, রোগী মৃত্যুতে হাসপাতালকে নোটিস কর্তৃপক্ষের
-
-
লাদাখে বাড়ছে আক্রান্তের সংখ্যা
দুর্গম লাদাখেও বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার রাজ্যে নতুন করে ১৩০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫৮২-তে পৌঁছল। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৫৪২। এখনও অবধি মোট ১৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
#COVID19 | Ladakh reported 130 new positive cases and 134 recoveries on Monday.
Total positive cases: 16,582 Active cases: 1,542 Total deaths: 165 pic.twitter.com/vZ9Iz4U9qR
— ANI (@ANI) May 18, 2021
-
করোনা চিকিৎসায় স্বস্তি, উৎপাদন বেড়েছে রেমডেসিভিরের
করোনা চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি ভাইরাল ওষুধ রেমডেসিভিরের (Remdesivir) আকাল দেখা গিয়েছিল দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই। দেশের অভ্যন্তরে পর্যাপ্ত ওষুধ জোগান দিতে বিদেশেও ওষুধ রফতানি বন্ধ করেছে ভারত। এই পরিস্থিতিতেই সুখবর শোনাল কেন্দ্র। প্রতি মাসে ১ কোটি ১৯ লক্ষ ভায়েল রেমডেসিভির উৎপাদন হচ্ছে দেশে, এমনটাই জানিয়েছে কেন্দ্র।
বিস্তারিত পড়ুন: ব্যাপক উৎপাদন বেড়েছে রেমডেসিভিরের, সুখবর শোনাল কেন্দ্র
-
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এখনও অবধি ২৪৪ জন চিকিৎসকের মৃত্যু
করোনার প্রথম ঢেউয়ে গত বছর মারা গিয়েছিলেন মোট ৭৩৬ জন চিকিৎসক। চলতি বছরের মার্চ মাসের শুরু থেকে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিতেই সাধারণ মানুষের পাশাপাশি সংক্রমিত হচ্ছেন চিকিৎসকরাও। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে একদিনেই মৃত্যু হয়েছে ৫০ জন চিকিৎসকের। বছরের হিসাবে এখনও অবধি ২৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে দেশজুড়ে।
বিস্তারিত পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেহাল চিকিৎসক মহল, সংক্রমণে একদিনেই মৃত্যু ৫০ চিকিৎসকের
-
করোনায় প্রয়াত পদ্মশ্রী প্রাপক চিকিৎসক কেকে আগরওয়াল
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা পদ্মশ্রী প্রাপক চিকিৎসক কে কে আগরওয়াল প্রয়াত হলেন করোনা সংক্রমণে। তিনি দিল্লির এইমসে ভর্তি ছিলেন। সেখানেই গতকাল মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
Padma Shri awardee and former Indian Medical Association (IMA) president Dr KK Aggarwal passed away due to COVID19 at 12am: AIIMS official
(Photo source: Dr KK Aggarwal’s Facebook page) pic.twitter.com/zJcfwHjc0l
— ANI (@ANI) May 18, 2021
Published On - May 18,2021 6:56 PM