ঘোষণা হয়েছিল আগেই। তারপর থেকে চলছিল অপেক্ষা। আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধন হওয়ার কথা রয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি (Howrah-New Jalpaiguri) বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। এরইমধ্যে সোমবার হয়ে গেল ট্রায়াল রান।
নববর্ষের মুখে বঙ্গবাসীকে বড় উপহার দিতে আগেই থেকে শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। রেলের আশা নববর্ষের মুখে এই পরিষেবা চালু হলে মুখে হাসি ফুটবে বাংলার মানুষের। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়তে নয়া সেতুর কাজ করবে এই ট্রেন।
রেল সূত্রে খবর, সপ্তাহে ৬ দিন পাওয়া যাবে পরিষেবা। শুধুমাত্র বুধবার বন্ধ থাকবে দেশের দ্রুততম এই ট্রেনের পরিষেবা। সূত্রের খবর, হাওড়া-জলপাইগুড়ির মাঝে মালদা টাউন স্টেশন ছাড়া আর কোথাও দাঁড়াবে না এই ট্রেন।
প্রত্যহ, ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে আপ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১টা ৫৫ মিনিটে পৌঁছাবে নিউ জলপাইগুড়িতে স্টেশনে। অন্যদিকে, ডাউন জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে দুপুর ২টো ৫০ মিনিটে। হাওড়া পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে।
সূত্রের খবর, এই ট্রেনের আনুমানিক ভাড়া ১৭০০ টাকা। যাত্রীদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হবে ডাবের জল। সকাল সাতটায় দেওয়া হবে জল-খাবার। বেলা বারোটায় দেওয়া হবে লাঞ্চ। অন্যদিকে বিকেলে ফিরতি পথে স্ন্যাক্স হিসেবে দেওয়া হবে চা, সিঙাড়া, কেক বা মিষ্টি।
প্রসঙ্গত, রেলপথে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব ৫৫৬ কিলোমিটার। এদিকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলির মধ্যে এতদিন শতাব্দী এক্সপ্রেসে দূরত্ব যেতে সময় লাগে ৮ ঘণ্টা ২০ মিনিট। কিন্তু, দেশের দ্রুতগামী ট্রেনের দৌলতে এই সময় আরও বেশ খানিকটা কমে যাচ্ছে। সূত্রের খবর, এই ট্রেনের দৌলতে এখন থেকে ৭ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি।