Madan Mitra: ‘অ্যাকোয়াটিকা নাকি নিকোপার্ক… সেটা পরে বোঝা যাবে’, আচমকা এ কী কথা মদনের মুখে

Madan Mitra: এবারের ভোটের মুখে তাপসবাবুর বিজেপিতে চলে যাওয়া কতটা প্রভাব ফেলবে? সেই নিয়ে শুক্রবার প্রশ্ন করা হয়েছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। কারও ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে না চাইলেও মদন বললেন, 'অ্যাকোয়াটিকা না নিকোপার্ক? না ইকোপার্ক? নাকি করোনার মতো টিকা... সেটা পরে বোঝা যাবে।'

Madan Mitra: 'অ্যাকোয়াটিকা নাকি নিকোপার্ক... সেটা পরে বোঝা যাবে', আচমকা এ কী কথা মদনের মুখে
কী বললেন মদন মিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2024 | 6:26 PM

কলকাতা: তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তাপস রায়। টিকিটও পেয়েছেন লোকসভা ভোটে। উত্তর কলকাতা থেকে ভোটে লড়ছেন তৃণমূলত্যাগী তাপসবাবু। এবারের ভোটের মুখে তাপসবাবুর বিজেপিতে চলে যাওয়া কতটা প্রভাব ফেলবে? সেই নিয়ে শুক্রবার প্রশ্ন করা হয়েছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। কারও ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে না চাইলেও মদন বললেন, ‘অ্যাকোয়াটিকা না নিকোপার্ক? না ইকোপার্ক? নাকি করোনার মতো টিকা… সেটা পরে বোঝা যাবে।’

উল্লেখ্য, বেসরকারি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত একটি মামলায় শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে এসেছিলেন মদন মিত্র। সেখান থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। লোকসভা ভোট পর্বের শুরুতেই প্রথম দফায় যে অশান্তি ও গোলমালের অভিযোগ উঠে আসছে উত্তরবঙ্গ থেকে, সে প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, ‘প্রথম দফার সন্ত্রাস শুরু হল।’ এবারের ভোট পর্বে বিরোধীদের ধুয়ে-মুছে দেওয়ার চক্রান্ত চলছে বলেও সুর চড়ালেন তিনি। মদনের কথায়, ‘এটা মানুষ বনাম রাজশক্তির লড়াই।’

প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত মুখ মদন মিত্র। গত বছরের ডিসেম্বরে শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপর অস্ত্রোপচার এবং বেশ কিছুদিন বাড়িতে বিশ্রামে থাকার পর আবার রাজনীতির আঙিনায় নেমে পড়েছেন তিনি। এবার লোকসভা ভোটের হালচাল নিয়েও সোজাসাপ্টা মন্তব্য মদন মিত্রের। কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, ‘এ লড়াই রাজ শক্তির সঙ্গে লড়াই। দেখা যাক রাজশক্তি বড় না মানুষের শক্তি বড় । সেটা ৪ জুন পরিষ্কার হয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গ তথা ভারতে বর্তমানে তৃণমূলই এমন একটা দল যার ক্ষমতা কম হয়নি।’